ড্রাফটিং এর প্রয়োজনীয়তা?

ড্রাফটিং
ড্রাফটিং


ড্রাফটিং এর প্রয়োজনীয়তা?
ড্রাফটিং এর প্রয়োজনীয়তা গুলো হলঃ
  • ডাফটিং করা হয় প্রযুক্তিগত দিক দিয়ে ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য।
  • সুতার সাথে সুতার ও সুতার সাথে ব এর ঘর্ষণ কমিয়ে আনে। যার ফলে সুতা ছিঁড়ার হার হ্রাস পায় ও উৎপাদন অনেক বৃদ্ধি পায়। 
  • হিল্ড সাফটের ব্যবহারের সংখ্যা কমিয়ে আনার জন্য ড্রাফটিং করা হয়। 
  • ঝাঁপের মধ্যে টানা সুতাকে নির্দিষ্ঠ নিয়মে দুভাগে বিভক্ত করে সেড তৈরি করার সুবিধার্থে ড্রাফটিং করা হয়। 
  • সর্বপরি সাইজকৃত বীমকে উইভিং এর জন্য প্রস্তুত করা জন্য ড্রাফটিং করা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন