মেজারমেন্ট টেপ এর হিসাব?

মেজারমেন্ট টেপ
মেজারমেন্ট টেপ

মেজারমেন্ট কি?

মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ পরিমাপ, পরিমান কিংবা মাপ।

মেজারমেন্টের ইংরেজি বানান কি?

মেজারমেন্ট এর ইংরেজি বানান হল Measurement. যা ইংরেজি Measure (পরিমাপ করা) শব্দ থেকে এসেছে। আর Measurement হল কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন। অথবা অন্য কিছুর যে মাপ নেয়া হয় সেটাই হল মেজারমেন্ট। 

মেজারমেন্ট বলতে কি বোঝ?

মেজারমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা। যে কোন পণ্যের গুণগত মান ও মাপ সঠিক রাখার জন্য মেজারমেন্টের প্রয়োজন হয়।

একটা মেজারমেন্ট টেপকে কয় ভাগ করা হয়? 

একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা হয়ঃ
  •  ইঞ্চি 
  • সেঃমিঃ

মেজারমেন্ট টেপ কত ইঞ্চির হয়?

মেজারমেন্ট টেপ ৬০ ইঞ্চির হয়।

একটা মেজারমেন্ট টেপে কত সেন্টিমিটার ও মিলিমিটার আছে?

একটা মেজারমেন্ট টেপে ১৫০ সেঃমি এবং ১৫০০ মিলিমিটার আছে। মেজারমেন্ট টেপে ১ ইঞ্চিকে আবার ৮ ভাগে ভাগ করা হয় এবং ১ সেঃমি কে ১০ ভাগে ভাগ করা হয়। মেজারমেন্ট করা হয় বায়ার স্পেক শীট অনুযায়ী।

আমরা জানি সাধারনতঃ

  • ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
  • ১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
  • ১২ ইঞ্চি = ১ ফুট
  • ৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
  • ৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
মেজারমেন্ট টেপের ইঞ্চির হিসাব
মেজারমেন্ট টেপের ইঞ্চির হিসাব

মেজারমেন্ট টেপের ইঞ্চির মেজারমেন্টঃ

১ম অংশ ৮ ঘরের সুত্রঃ

  • ১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
  • ১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার
  • ২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার
  • ৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
  • ৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
  • ৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
  • ৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
  • ৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার

মেজারমেন্ট টেপের ২য় অংশে ১৬ ঘরের সুত্রঃ

  • ১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটার
  • ৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার
  • ৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার
  • ৭/১৬ ইঞ্চি = ৩. ১/২  (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার
  • ৯/১৬ ইঞ্চি = ৪. ১/২  (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার
  • ১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার
  • ১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মিলিমিটার
  • ১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার
মেজারমেন্ট টেপের সেন্টিমিটারের হিসাব
মেজারমেন্ট টেপের সেন্টিমিটারের হিসাব

১টি মেজারমেন্ট টেপে সাধারণত ৫ ফুট বা ৬০” ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার হয়ঃ
  • ১ ইঞ্চি = ২.৫৪ সেঃমিঃ
  • ১ সুতা = ০.৩১ সেঃমিঃ
  • ২ সুতা = ০.৬৩ সেঃমিঃ
  • ৩ সুতা = ০.৯৩ সেঃমিঃ
  • ৪ সুতা = ১.২৭সেঃমিঃ
  • ৫ সুতা = ১.৫৫ সেঃমিঃ
  • ৬ সুতা = ১.৮৬ সেঃমিঃ
  • ৭ সুতা = ২.১৭ সেঃমিঃ
  • ৮ সুতা = ২.৫৫ সেঃমিঃ

মেজারমেন্ট টেপের হাজারের মাপঃ

  • ১২৫ = ১ সুতা বা  ১/৮ ইঞ্চি
  • ২৫০ = ২ সুতা বা  ১/৪ ইঞ্চি
  • ৩৭৫ = ৩ সুতা বা  ৩/৮ ইঞ্চি
  • ৫০০ = ৪ সুতা বা  ১/২ ইঞ্চি
  • ৬২৫ = ৫ সুতা বা  ৫/৮ ইঞ্চি
  • ৭৫০ = ৬ সুতা বা  ৩/৪ ইঞ্চি
  • ৮৭৫ = ৭ সুতা বা  ৭/৮ ইঞ্চি
  • ১০০০ = ৮ সুতা বা  ১ ইঞ্চি
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

3 মন্তব্যসমূহ

  1. উপরে আছে ১ইন্সি সমান ২,৫৪সেন্টিমিটার
    আবার নিচে আছে ২,৫৫সেন্টিমিটার

    উত্তরমুছুন
  2. ১ ইন্সির ৩২ ভাগের সূত্র টা জানতে চাই

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন