ট্রিমিং কি ও এক্সেসোরিস কি?

ট্রিমিং কি ও এক্সেসোরিস
ট্রিমিং এক্সেসোরিস

পোশাক শিল্পে ট্রিমিং ও এক্সেসোরিস খুবেই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পোশাক তৈরির জন্য শুধুমাত্র ফেব্রিকেই মূল উপাদান নয়। ফেব্রিক ছাড়াও এমন কিছু উপাদান রয়েছে যা গার্মেন্টসের বিভিন্ন অংশ জোড়া লাগাতে, শক্ত করতে, ধরে রাখতে, সৌন্দর্য বৃদ্ধিতে এবং ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। আর এসব উপাদান ট্রিমিং এবং এক্সেসোরিস নামে পরিচিত। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ট্রিমিং এবং এক্সেসোরিস অতি পরিচিত দুটি শব্দ। অনেক সময় আমরা কোনটি ট্রিমিং এবং কোনটি এক্সেসোরিস  তা আলাদা করতে বলতে পারিনা। যার ফলে ট্রিমিং ও এক্সেসোরিসকে এক মনে করে থাকি।

ট্রিমিং কি?
ট্রিমিং হলো এক ধরনের ম্যাটেরিয়াল যা গার্মেন্টসের সাথে সেলাই এর মাধ্যমে লাগানো থাকে। 
যেমনঃ Thread, Button, Zipper, Piping, Bow, Label, Interlining, Hook, Velcro, Rivet, Interlining ইত্যাদি।

ট্রিমিং কত প্রকার?
ট্রিমিং দুই প্রকারঃ
  • দৃশ্যমান ট্রিমস (Visible Trims)
  • অদৃশ্য ট্রিমস (Invisible Trims)

দৃশ্যমান ট্রিমস (Visible Trims) কি?
যে ট্রিমিং গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায় তাকে Visible বা দৃশ্যমান ট্রিমস বলে। 
যেমনঃ Button, Zipper, Bow ইত্যাদি।

অদৃশ্য ট্রিমস (Invisible Trims) কি?
যে ট্রিমিং গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায় না তাকে Invisible বা অদৃশ্যমান ট্রিমস বলে। 
যেমনঃ Interlining, Elastic, Piping Cord ইত্যাদি।

এক্সেসোরিস কি?  
এক্সেসোরিস হল ফেব্রিক ছাড়া কোন গার্মেন্টস এর সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না। এগুলো গার্মেন্টস এর তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতাদের আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে এক্সেসোরিস ব্যবহৃত হয়।  
যেমনঃ Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন