থিকেনারের কাজ কি?


থিকেনার প্রকারভেদ
থিকেনার প্রকারভেদ
থিকেনার কি?
থিকেনার হল উচ্চ আনবিক ওজন বিশিষ্ট যৌগ, যা পানির সাথে মিশে ঘন আঠালো পেষ্ট তৈরি করে। 
থিকেনার কত প্রকার?
থিকেনার তিন প্রকারঃ
  • প্রাকৃতিক
  • মডিফাইড
  • সিনথেটিক
থিকেনারের কাজ কি?
থিকেনারের কাজ নিচে দেওয়া হলঃ
  • ডাইষ্টাফ অথবা পিগমেন্টকে পেষ্ট হতে কাপড়ে স্থানান্তরিত করা হচ্ছে থিকেনারের প্রধান কাজ।
  • থিকেনার কালার ব্লেন্ডিং হওয়া রোধ করে।
  • থিকেনার কাপড়ের মধ্যে কালারের প্রধান বাহক হিসেবে কাজ করে।
  • প্রিন্টিং পেষ্টকে নমনীয় এবং ভিসকোস করে থিকেনার।
  • থিকেনার প্রন্টিং পেষ্টের ভিসকোসিটি বৃদ্ধি করে এবং কালারকে ফাইবারে ফিক্সেশন হতে সাহায্য করে।
  • থিকেনার ভিসকোস হওয়া প্রিন্টিং পেষ্টকে রোলারের খোদাই করা অংশের মধ্যে লাগিয়ে থাকার প্রবণতা রোধ করে। 
  • এটি toxic নয়।
  • থিকেনার এমন হতে হবে যেন কাপড়কে ধৌত করলে সহজে কাপড় হতে উঠে আসে এবং ডাইষ্টাফের কোন ক্ষতি না হয়।
  • থিকেনার প্রিন্টিং পেষ্টে ব্যবহৃত সকল Auxiliaries এবং কেমিক্যালের সাথে বিক্রিয়া করে না।
  • কাপড়ে ডাইং স্থায়ী হওয়ার পর থিকেনার যাতে সহজে দুর করা যায় সে গুণাবলি থাকতে হবে।

Next Post Previous Post
banner