ওয়াইন্ডিং প্যাকেজের সুবিধা ও অসুবিধা?

ওয়াইন্ডিং মেশিন
ওয়াইন্ডিং মেশিন

ওয়াইন্ডিং প্যাকেজের বিভিন্ন প্রকার  সুবিধা ও অসুবিধাঃ

সমান্তরালভাবে জড়ানো প্যাকেজের সুবিধা?

  • সমান্তরালভাবে জড়ানো প্যাকেজের সুতার ঘনত্ব বেশি হয়।
  • ওয়াইন্ডিং এর সময় পাকের কোন পরিবর্তন হয় না।
  • প্যাকেজের পার্শে খালি রাখার কোন প্রয়োজন হয় না।
  • ওয়াইন্ডিং এর সময় traverse পদ্ধতির প্রয়োজন হয় না।
  • একসাথে অনেক সুতা জড়ানো যায়।
  • পার্শ্বদেশ থেকে সুতা সহজে খুলে নেয়া যায়।

সমান্তরালভাবে জড়ানো প্যাকেজের অসুবিধা?

  • Winding এর সময় আলাদা পদ্ধতির প্রয়োজন হয়।
  • প্যাকেজটি অব্যশই flange beam হতে হবে অন্যথায় প্যাকেজটি Stable হবে না এবং ভেঙে পড়বে।
  • Over withdrawal করা যায় না।

প্রায় সমান্তরালভাবে জড়ানো প্যাকেজের সুবিধা?

  • Flanged ববিনের সাধারণত প্রয়োজন হয় না। 
  • প্যাকেজটি মোটামুটি স্থায়িত্ব পায়।
  • ওয়াইন্ডিং এর সময় পাকের কোন পরিবর্তন হয় না।
  • Over withdrawal করা যায় খুব সহজে।


প্রায় সমান্তরালভাবে জড়ানো প্যাকেজের অসুবিধা?

  • Side withdrawal করা যায় না।
  • প্যাকেজের পার্শ খালি রাখতে হয়।
  • Winding এর সময় আলাদা পদ্ধতির প্রয়োজন হয়।

আড়াআড়িভাবে জড়ানো প্যাকেজের সুবিধা?

  • প্যাকেজের উপর দিয়ে সুতা সহজে খুলে নেয়া যায়। 
  • ওয়াইন্ডিং এর সময় টুইস্ট বা পাকের সংখ্যা তেমন পরিবর্তন করা হয় না।
  • Cross Wond বলে প্যাকেজটি স্থায়ী হয়ে থাকে। 
  • এ ধরনের প্যাকেজ গঠনের জন্য দুই প্রান্তে উঁচুকানা বিশিষ্ট প্যাকেজের দরকার হয় না।

আড়াআড়িভাবে জড়ানো প্যাকেজের অসুবিধা? 

  • ঘনত্ব কম হয় বলে প্যাকেজে সুতার পরিমাণ কম হয়ে থাকে।
  • প্যাকেজের পার্শে খালি জায়গা রাখতে হয়। 
  • কেবলমাত্র একটি সুতা দ্বারা এ ধরনের প্যাকেজ তৈরি করা হয়ে থাকে।
  • Winding এর সময় আলাদা পদ্ধতির প্রয়োজন হয়ে থাকে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close