কালার ফাস্টনেস কাকে বলে | কালার ফাস্টনেস চেক করার উপায়

কালার ফাস্টনেস (Color Fastness) এর অর্থ কি?
কালার ফাস্টনেস এর অর্থ হল রং এর স্থায়িত্ব।

কালার ফাস্টনেস (Color Fastness) কাকে বলে?
ঘর্ষনজনিত কারণে কাপড়ের রঙের স্থায়িত্ব কেমন তা যাচাই করার জন্য যে টেস্ট করা হয় তাকে কালার ফাস্টনেস বলে।
গ্রে স্কেল
গ্রে স্কেল

কালার ফাস্টনেস চেক করার উপায়?

সাধারণত কাপড়কে আমরা বিভিন্ন পদ্ধতি যেমনঃ সাধারণ পানি, ডিটারজেন্ট, সমুদ্রের পানিতে ধৌত করার পর এবং উঠা-বসা ও শোয়ার সময় কাপড়ের সাথে বিভিন্ন অংশের যেমনঃ চেয়ার, সোফা ও বিছানার ঘর্ষনজনিত কারণে কাপড়ের রং উঠে যায়। আর এই রং উঠা রোধ করার জন্য কালার ফাস্টনেস টেস্ট করা হয়।

কালার ফাস্টনেস রেটিং দ্বারা কাপড়ের মধ্যে রঙের স্থায়িত্বে পরিমাণ নির্ণয় করা হয়। কাপড়ে মধ্যে রঙের স্থায়িত্ব নির্ণয় করার ক্ষেত্রে গ্রে স্কেল (grey scale) ব্যবহার করা হয়। 

কাপড়কে রোদে শুকাতে দেওয়ার ফলে অনেক সময় রং জ্বলে যাওয়ার পরিমাণ কালার ফাস্টনেস টু লাইট টেস্ট দ্বারা নির্ণয় করা হয়ে থাকে। কালার ফাস্টনেস পরিক্ষার জন্য গ্রে স্কেলে ১ থেকে ৫ পর্যন্ত রেটিং দেওয়া থাকে। 

ফলে কাপড়ের কিছু অংশকে ওয়াশ করার পর ওয়াশ করা হয়নি এমন কাপড়ের সাথে তুলনা করে রং এর স্থায়িত্ব তথা কালার ফাস্টনেস নির্নয় করা হয়। আর ধোয়ার পর কাপড়ের রং যদি ধোয়ার পূর্বে যেমন ছিলে তেমনি থাকে তাহলে ঐ কাপড়ের কালার ফাস্টনেস অত্যন্ত ভালো (excellent) যার রেটিং মান হবে ৫ । 

আর যদি ধোয়ার পর রং একেবারেই সামান্য উঠে তবে গ্রে স্কেলের রেটিং ৪ (good) হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধোয়ার পর মাঝারি পরিমাণ রং উঠে গেলে রেটিং হবে ৩ (Fair) । আর যতি রং আরো বেশি উঠে তবে এর রেটিং হবে ২ (poor)। 

ধোয়ার পর যদি প্রায় পুরোপুরি রং উঠে যায় তবে রেটিং হবে ১ (very poor)।  অবশ্য প্রত্যেক কালার ফাস্টনেস গ্রেডিং এর মধ্যে হাফ গ্রেডিং আছে যেমনঃ ১, ১/২, ২, ২/৩, ৩, ৩/৪, ৪, ৪/৫, ৫ তুলনা করে গ্রেডিং নির্ণয় করা হয়। 

আর গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে এই কালার ফাস্টনেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হল ধোয়ার পর ও রোদে শুকাতে দেওয়ার পর এবং ঘর্ষনজনিত কারণে রং উঠে গেলে ক্রেতাদের নিকট পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়ে যায়। 

সে কারণে কালার ফাস্টনেস টেস্টে পাশ না করলে বেশিরভাগ ক্ষেত্রেই গার্ন্টমেন্টস শিপমেন্ট এর অনুমোদন পাওয়া যায় না। ফলে প্রত্যেক বায়ারের কালার ফাস্টনেসের রিকয়ারমেন্ট ভিন্ন থাকে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close