ডাই এবং ডাইং এর মধ্যে পার্থক্য?

ডাই এবং ডাইং এর মধ্যে পার্থক্যঃ

ডাই
ডাই

ডাই

  • ডাই হল একটি রাসায়নিক পদার্থ।
  • ডাই সাধারনত দুই ধরনের হয়ে থাকে একটি পানিতে দ্রবণীয় আরেকটি পানিতে অদ্রবণীয়।
  • ডাই হল একটি অসম্পৃক্ত জটিল যৌগ।
  • ডাইং এর মাধ্যমে রং দেয়ার ক্ষমতা, দ্রবণীয়তা এবং আর্কষন ক্ষমতা থাকতে হবে।
  • ডাই হল কেমিক্যাল প্রসেস।
  • ডাই এ কোন নিদিষ্ট PH বা তাপমাত্রার বিষয় নেই।
  • ডাই হল ডাইং করার প্রধান উপাদান।
  • ডাই পাউডার বা দানাদার বা পেস্ট আকারে পাওয়া যায়। 
  • ডাই এর মধ্যে ক্রোমোফোর ও অক্সোক্রোম গ্রুপ বিদ্যমান থাকে। যা টেক্সটাইল দ্রব্যকে রং করার জন্য ব্যবহার করা হয়। 

ডাইং
ডাইং


ডাইং

  • ডাইং হল একটি রংকরণ প্রক্রিয়া।
  • ডাইং বিভিন্নভাবে করা যায় যেমনঃ ব্যাচ প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, সেমিকন্টিনিউয়াস প্রসে ইত্যাদি। 
  • টেক্সটাইল পদার্থের সাথে কোন নিদিষ্ট শর্তসাপেক্ষ ডাইকে যোগ করাই ডাইং।
  • ডাইং এর দ্বারা ডাই এর গুণাগুণগুলো প্রয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।
  • ডাইং হল যান্ত্রিক প্রসেস।
  • ডাইং এ তাপমাত্রা ও PH অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
  • ডাইং এ ডাই ছাড়াও অন্যান্য সহযোগী কেমিক্যাল ব্যবহার করা হয়।
  • ডাইং এ দ্রব্য এবং লিকারের অনুপাত নিদিষ্টভাবে বজায় রাখা হয়, যা দ্রব্যের আকার ও ধরনের উপর নির্ভর করে।
  • ডাইং এর ফলে বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। আর এ পরিবর্তনের ফলে ডাইড বস্তুর উপর আলো প্রতিফলিত হয়ে রঙিন বস্তু হিসাবে আমাদের চোখে প্রতিফলিত হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন