জিনিং কাকে বলে | জিনিং কেন করা হয়

জিনিং মেশিন
জিনিং মেশিন

জিনিং কাকে বলে?
সাধারনত গাছ থেকে বীজসহ তুলা সংগ্রহের পর যে প্রক্রিয়ার মাধ্যমে বীজতুলা হতে বীজ ও তুলা আলাদা করা হয় তাকে জিনিং বলে।

জিনিং কেন করা হয়?

  • তুলা ও আঁশকে বীজমুক্ত করতে জিনি করা হয়। 
  • সম্পূর্ণ ভাল আঁশসমূহকে বীজ মুক্ত করতে জিনিং করা হয়। 
  • ত্রুটিযুক্ত আঁশ, ক্ষুদ্র আঁশ ও বীজকণা বা ক্ষুদ্রাতিযুক্ত বীজ ভাল আঁশের না থাকা নিশ্চিতকরণ করতে জিনিং করা হয়। 
  • তুলা আঁশের সব অপদ্রব্য ও বীজ একসাথে সংগ্রহকরণ করতে জিনিং করা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন