রিং স্পিনিং ফ্রেমের কাজ?

রিং স্পিনিং ফ্রেম
রিং স্পিনিং ফ্রেম

রিং ফ্রেমের মূল কাজ হল সুতা উৎপাদন করা। সুতা উৎপাদনের জন্য রিং স্পিনিং ফ্রেমের কাজগুলো নিম্নলিখিত ধাপে সম্পাদিত করা হয়ঃ 
  • ক্রিলিং (Creeling)
  • ড্রাফটিং (Drafting)
  • টুইস্টিং (Twisting)
  • ওয়াইন্ডিং (Winding)
  • বিল্ডিং (Building)
  • ডফিং (Doffing)

ক্রিলিং (Creeling) কি?

সিমপ্লেক্স মেশিন হতে প্রাপ্ত রােহিংসমূহ রিং স্পিনিং ফ্রেমের যে অংশে সাজানাে অর্থাৎ ঝুলানো থাকে ঝুলানাে থাকে তাকে ক্রিল অংশ বা ক্রিল বলা হয়। 

একটি রিং স্পিনিং ফ্রেমে যতগুলাে স্পিন্ডল থাকে ঠিক ততোটি ক্রিল ফ্রেমে ঝুলানাে থাকে। সাধারণত ক্রিলগুলাে একটি সামনে ও একটি পিছনে জিগজ্যাগ অর্ডারে সাজানো থাকে। 

যে পদ্ধতিতে রোভিং রিং ফ্রেমের ক্রিলে আটকানো হয় তাকে ক্রিলিং বলে। ক্রিলগুলাে এমন অবস্থানে থাকে যাতে একজন শ্রমিকের ক্রিলে ববিন আটকাতে কোনাে অসুবিধা না হয়।

ড্রাফটিং (Drafting) কি?

রিং স্পিনিং ফ্রেমে সাধারণত ২টি ড্রাফটিং জোন থাকে। আর ২টি ড্রাফটিং জোনে ৩ জোড়া জোন থাকে। ২টি ড্রাফটিং জোনে ৩ জোড়া ড্রাফটিং রােলার থাকে। 

নিচের রােলারগুলোর উপর উপরের রােলারগুলাে প্রেসারে চেপে বসানাে থাকে এবং উপরের রোলার সাধারণত রাবারের তৈরি হয়ে থাকে। ২টি ড্রাফটিং জোনের পিছনের জোনে কম ড্রাফট দেয়া হয়। 

পিছনের জোনের ড্রাফট শুধুমাত্র রোভিং টুইস্ট বা পাক খোলার জন্য ব্যবহার করা হয়। এজন্য পিছনের জোনের ড্রাফটকে ব্রেক ড্রাফট বলা হয়। 

সামনের জোনে মূল ড্রাফট দেয় অর্থাৎ এখানেই খোলা আঁশসমূহের একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে ডেলিভারি দেয়, যা পরবর্তীতে সুতায় রূপান্তরিত হয়।

টুইস্টিং (Twisting) কি?

টুইস্ট শব্দের অর্থ পাকানো বা পাক দেওয়া অর্থাৎ একটি সুতার মধ্যে অবস্থিত আঁশ সমূহকে তার অক্ষের চারপাশে একটি নির্দিষ্ট নিয়মে ডান থেকে বাম অথবা বাম থেকে ডানে যে মোচড় দেওয়া হয় তাকে পাক বা টুইস্ট বলে। 

আর যে প্রক্রিয়ার মাধ্যমে সুতায় পাক দেয়া হয় তাকে টুইসিং বলে। রিং ফ্রেমের সামনের জোড়া রােলার থেকে ডেলিভারি হওয়া আঁশসমূহ নিজ অক্ষের উপর ট্রাভেলারের ডানে ঘুরতে থাকে ও আস্তে আস্তে পাক খেতে থাকে। 

মেশিন চালু করলে স্পিডেলের সাথে সাথে ববিন ঘুরতে থাকে এবং ববিনের সুতার টানে রিং এর উপর ট্রাভেলার ববিনের চারিদিকে ঘুরতে থাকে। 

ট্রাভেলার ও সামনের রােলারের নিপ এর মধ্যবর্তী স্থানের সুতার দৈর্ঘ্যের উপর ট্রাভেলারের একটি সম্পূর্ণ ঘূর্ণন সুতায় একটি পাক প্রদান করে। ফ্রন্ট রােলার়ের ডেলিভারি ববিন ও ট্রাভেলার় ও র্ঘণনের উপর সুতায় টুইস্ট এর সংখ্যা কমবেশি নির্ভর করে।

ওয়াইন্ডিং (Winding) কি?

রিং স্পিনিং ফ্রেমে টুইস্টিং ও ওয়াইন্ডিং একই সাথে হয়। এই উভয় কাজই ট্রাভেলার করে। সামনের রোলারের ডেলিভারি হারের চেয়ে ট্রাভেলারের কম ঘূর্ণন গতির ফলে পাকের সৃষ্টি হয়। 

পাশাপাশি ট্রাভেলারের ঘূর্ণনগতির ফলে টুইস্ট এর সৃষ্টি হয়। রিং, ট্রাভেলার, স্পিন্ডেল ও ববিন এই কয়টি অংশ একত্রিতভাবে টুইস্টিং ও ওয়াইন্ডিং এই দুটি কাজ করে থাকে।

বিল্ডিং (Building) কি?

রিং স্পিনিং ফ্রেমের ববিনসমূহ যে রেইল উপরে বসানো থাকে সে রেইল পর্যায়ক্রমে উপরে ও নিচে নামানো যে পদ্ধতির সাহায্যে করা হয় তাকে ব্লিন্ডিং বলে। 

রিং রেইল আস্তে আস্তে উপরে উঠে ও আস্তে আস্তে নিচে নামে। এই উপরে উঠা ও নিচে নামানোকে ট্রাভার্স বলে। ববিন ঘুরতে থাকে ও রেইল উঠানামা করে, ফলে ববিনে সুতা পেঁচাতে থাকে। 

প্রথমবার যতটুকু উঠে বা নামে দ্বিতীয়বার ততটুকু উঠেনা বা নামে না। এভাবে ববিন একটি ট্যাপার আকার ধারণ করে।

ডফিং (Doffing) কি?

নির্দিষ্ট ওজনের ও আকারের ববিন তৈরি হওয়ার পর মেশিন বন্ধ করে সুতা পূর্ণ ববিন খুলে নেয়া বা তুলে  আনাকে ডফিং বলে। ডফিং এর মূল কাজ হল পূর্ণ ববিন তুলে আনা ও খালি ববিন লাগানো। আর খালি ববিন লাগানো শেষ হলে পূনরায় মেশিন চালু করা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন