Sequestering agent এর কাজ কি?

সিকুইস্টারিং এজেন্ট (Sequestering Agent) কি?

পানির হার্ডনেস বা পানির মেটাল আয়ন দুর করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় তাকে সিকুইস্টারিং এজেন্ট বা কেলেটিং এজেন্ট বলে।

সিকুইস্টারিং এজেন্টের (Sequestering Agent) কাজ?

সিকুইস্টারিং এজেন্টের কাজ হল পানি থেকে আয়ন ও কপার এর মতো হেভি মেটাল গুলো দুর করা।

সিকুইস্টারিং এজেন্টের ব্যবহার না করলে কি ক্ষতি হবে?

সিকুইস্টারিং এজেন্টের ব্যবহার করা না হলে স্কাওয়ারিং ও ডিসাইজিং এর সময় ফাইবারকে ডেমেজ এবং এনজাইমকে ইনেক্টিভ করে ফেলবে।

সিকুইস্টারিং এজেন্ট
সিকুইস্টারিং এজেন্ট

সিকুইস্টারিং এজেন্ট (Sequestering Agent) এর নাম?

সিকুইস্টারিং এজেন্ট এর নামগুলো হলঃ
  • Organophosphonic acids 
  • Hydroxycarboxylic acids
  • Inorganic polyphosphates 
  • Aminocarboxylic acids

The inorganic polyphosphates সিকুইস্টারিং এজেন্ট গুলো হলঃ  
  • Sodium tripolyphosphate
  • Sodium hexametaphosphate

বেশি ব্যবহৃত সিকুইস্টারিং এজেন্টের নাম?

সবচেয়ে বেশি ব্যবহার হওয়া সিকুইস্টারিং এজেন্ট এর নাম হলো EDTA বা Ethylene diamin etetra acetic acid. তাছাড়া এলকালাইন মিডিয়ায় স্টেবল হয় বলে EDTA বহুল ব্যবহার করা হয়। 

সিকুইস্টারিং এজেন্টের টেস্টিং কেমিক্যাল?

সিকুইস্টারিং এজেন্টে টেস্টিং করার জন্য যে সকল কেমিক্যাল লাগবেঃ
  • ফেরিক ক্লোরেটঃ FeCl3- 1 g/l
  • ক্যামিকেল স্যাম্পলঃ 2 g/l
  • সোডিয়াম হাইড্রো অক্সাইডঃ 2 g/l 
  • সোডা এসঃ 2 g/l

এখানে সোডিয়াম হাইড্রো অক্সাইড নিতে হবে সলিড আকারে। আর কেমিক্যাল বলতে বোঝায় যা টেস্ট করা হবে স্যাম্পল সিকুইস্টারিং এজেন্ট।

সিকুইস্টারিং এজেন্টে প্রস্তুত প্রনালী?

এখানে পানি সহ সমস্ত কেমিক্যাল গুলিয়ে নিতে হবে। তার ২০০ মিলি লিটারের একটি বিকারে ১৫০ মিলি পানি নিনে হবে। তার ভেতরে FeCl3 ভাল করে মিশিয়ে নিবেন।  

মিশিয়ে নেয়া হয়ে গেলে পরে নমুনা বা স্যাম্পল সিকুইস্টারিং এজেন্ট ঢেলে দিন, তারপরে সলিড কাস্টিক দিয়ে আবার গুলিয়ে নিন। এখন গোলানো হয়ে গেলে তার ভেতরে পানি দিয়ে ২০০ মিলি লেভেল করুন। 

এখন PH পেপার দিয়ে PH চেক করুন PH ১৩-১৪ হওয়া লাগবে। এর পর বাকি সোডা এস দিয়ে দিন সলিউশন প্রস্তুত হয়ে গেলে একে হিটারে বয়েলিং টেম্পারেচারে হিটিং করুন। এরপর  বুদ বুদ ওঠার পর ১৫ মিনিট টানা হিট দিতে থাকুন।

হিটিং শেষ হলে সলিউশনকে ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করে নিন, তারপর সেডিমেন্ট চেক করার জন্য ফিল্টার পেপার এর সারফেস লক্ষ করুন, সেডিমেন্ট জমেছে কিনা। 


সিকুইস্টারিং এজেন্টে প্রস্তুত প্রনালীর লক্ষণীয় বিষয়গুলো কি কি?

  • হিটিং এর সময় লক্ষ করবেন সলিউশনের কালার পরিবর্তন হয় কি না।
  • বিকারে সেডিমেন্ট বা তলানি পড়ে কিনা তা লক্ষ করুন।
  • এখানে সেডিমেন্ট হল অধঃক্ষিপ্ত  মেটালিক কম্পাউন্ড।
  • সিকুইস্টারিং এজেন্টে প্রস্তুত প্রনালী ফলাফল?
  • সিকুইস্টারিং এজেন্ট ইউজেবল বলে বিবেচিত হবে যদি সেডিমেন্ট তলানি বা অধঃক্ষেপে পড়ে। 
  • সিকুইস্টারিং এজেন্ট ইউজেবল বলে বিবেচিত হবে না যদি সেডিমেন্ট তলানিতে না পড়ে।

পরিশেষে বলা যায় সিকুইস্টারিং এজেন্টে পানির হার্ডনেস বা পানির মেটাল আয়ন দুর করার জন্য খুবেই গুরুত্বপূর্ণ।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন