বিমা কি | বিমা কত প্রকার ও কি কি?

বিমা (Insurance) কি?

বিমা এক প্রকার ব্যবসা। আর এটি লেনদেনের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধতা দূর করে লেনদেন সম্প্রসারণের সাহায্যে করে।

বিমা (Insurance) কাকে বলে?

ক্রমবর্ধমান ঝুঁকি থেকে মানুষের জীবন-জীবিকা ও সম্পদ-সম্পত্তির নিরাপত্তা বিধান এবং ঝুঁকিপূর্ণ জনিত আর্থিক ক্ষতি পূরণের উদ্দেশ্যে বীমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সম্পাদিত চুক্তিভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে বিমা বলে।

বিমা কত প্রকার ও কি কি?

বিমা প্রধানত তিন প্রকারঃ
  • নৌ-বিমা
  • অগ্নিবিমা
  • জীবনবিমা

এছাড়াও প্রত্যেক দেশে অন্যান্য আরও কয়েক প্রকার বিমার প্রচলন আছে সেগুলো হলঃ
  • দুর্ঘটনা বিমা
  • অপহরণ বিমা
  • সততা বিমা
  • শিক্ষা বিমা
  • শস্য বিমা
  • শ্রমিকদের ক্ষতিপূরণের ঝুঁকি বিমা
  • আকাশ ভ্রমন বিমা 

নৌ-বিমা কি?

সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, চুরি, জলদস্যুর আক্রমণ ইত্যাদি নানাবিধ কারণে জাহাজ, জাহাজের পণ্যদ্রব্য ও জাহাজের ভাড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। 

আর এ প্রকার অনিশ্চিত ক্ষতিপূরণের নিমিত্তে যে বিমা করা হয় তাকে নৌ-বিমা বলে। এক্ষেত্রে বীমাকারী বা বীমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতাদের জলযান, পণ্যদ্রব্য ও জাহাজ ভাড়া বিমান করে থাকে।

বীমা চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা বীমা কোম্পানিকে নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ করে এবং কোন বিশেষ ঘটনা বা পরিস্থিতির কারণে বিমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানি উক্ত ক্ষতিপূরণ করে। 

ক্ষতি না হলে বীমা কোম্পানি বা বিমাকারীর কোন দায়িত্ব থাকে না। এক্ষেত্রে প্রাপ্ত প্রিমিয়ামের সবটাই লাভ। নৌ-বিমার ক্ষেত্রে বিমার বিষয়বস্তুতে বীমাগ্রহীতার বীমাযোগ্য স্বার্থ এবং বীমাগ্রহীতার ও বিমাকারী উভয়ের মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাস থাকতে হবে। 

বিমা কোম্পানি বিমা চুক্তির শর্তাবলী সংবলিত দলিল বীমাগ্রহীতার নিকট প্রদান করে। নৌ-বিমা চুক্তিতে এই দলিলকে নৌ-বীমা পত্র তাকে বলা হয়। নৌ-বীমা পত্র বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমনঃ অভিযাত্রা বীমাপত্র, মিশ্র বিমাপত্র, সময় বিমাপত্র ইত্যাদি। 

অগ্নিবিমা কি?

অগ্নিকান্ডের বিপক্ষে কোন মালপত্র, ঘরবাড়ি বা অন্য কোন বিষয়বস্তু বীমা করা হলে তাকে অগ্নিবীমা বলে। অনেক সময় অগ্নিকাণ্ডের ফলে ব্যবসাপ্রতিষ্ঠান ও মালপত্র পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। 

তাই এ ধরনের সম্ভাব্য ক্ষতিপূরণের উদ্দেশ্যে ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান ও মালপত্র কোন বীমা কোম্পানির নিকট বিমা করে রাখে। 

এ ব্যবস্থায় বীমাকারী বীমাচুক্তির শর্তাঅনুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময় বীমাগ্রহীতার ঘরবাড়ি, কলকারখানা, বা মালপত্র আগুন লেগে ভস্মীভূত হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে।  

তবে এর মধ্যে অবশ্যই চূড়ান্ত সদ্বিশ্বাস থাকতে হবে। তাছাড়া বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে।

অগ্নি বীমাপত্র সংগ্রহ কি?

অগ্নিবীমাপত্র অগ্নিবীমা চুক্তির দলিল। নির্ধারিত প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে বীমাকারী বিমার বিষয়বস্তু বীমাকৃত করে বীমাগ্রহীতাকে বীমা চুক্তির দলিল প্রদান করে তাকে অগ্নিবীমা পত্র বলে। 

অগ্নিবীমাপত্র সংগ্রহের জন্য প্রস্তাবকারীকে নির্ধারিত প্রস্তাব ফরম পূরণ করে বিমা কোম্পানির নিকট দাখিল করতে হয়। এ ফরমে বিমা কোম্পানির প্রিমিয়ামের হার ও পরিমাণ উল্লেখ থাকে। 

প্রস্তাবকারী বিমাগ্রহীতা উল্লেখিত প্রিমিয়ামের বিনিময় বিষয়বস্তু বিমা করতে সস্মত থাকলে বিমা কোম্পানি বিমাপত্র প্রস্তুত করে তার নিকট প্রেরণ করে। 

সচরাচর পাঁচ প্রকার অগ্নিবীমা ইস্যু করা হয় যেমনঃ একক বীমাপত্র, বিশেষ বিমাপত্র, গড় বিমাপত্র, ভ্যালুড বিমাপত্র এবং ভাসমান বীমাপত্র।

জীবনবীমা
জীবনবীমা

জীবনবিমা কি?

জীবনবীমা এক প্রকার বীমা ব্যবস্থা। যার মাধ্যমে কোন ব্যক্তির জীবনবীমা করা হয়। এ ব্যবস্থায় নির্দিষ্ট অঙ্কের টাকার জন্য স্বামী, স্ত্রী, পুত্র বা কন্যার জীবন বীমা করা হয়। 

পরিবারের কর্তার জীবনবীমা করা থাকলে তার অকাল মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি ক্ষতিপূরণ বাবদ বীমা কোম্পানির নিকট থেকে সম্পূর্ণ বিমাকৃত টাকা পায়। 

এর ফলে পরিবারটি ধ্বংসের কবল থেকে রক্ষা পায়। বীমাকৃত ব্যক্তির পলিসি চলাকালীন মৃত্যু না হলে সে পলিসির মেয়াদান্তে বোনাসসহ সম্পূর্ণ বিমাকৃত টাকা কোম্পানির নিকট ফেরত পায়। 

জীবন বীমার শর্তানুসারে বীমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নির্ধারিত সময়ে অর্থাৎ অথবা নির্ধারিত সময়ের পূর্বে পিতার মৃত্যু ঘটলে তার  মনোনীত ব্যক্তিকে বীমাকৃত টাকা পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

জীবনবীমার ক্ষেত্রে বিমার বিষয়বস্তুতে বীমাগ্রহীতার বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে এবং বীমাকারী ও বীমাগ্রহীতা উভয়ের মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাস থাকতে হবে। 

নৌ-বিমা বা অগ্নিবীমার ন্যায় জীনবীমার ক্ষেত্রে বিমাকারীকে বিমাগ্রহহীতার মৃত্যুতে অথবা নির্দিষ্ট সময়ে বিমাকৃত টাকা অব্যশই ফেরত দিতে হবে।

দুর্ঘটনা বিমা কি?

বিমাগ্রহীতা তার সম্পত্তি দূর্ঘনার কারণে কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেয়া হবে এই শর্তে যে বিমা চুক্তি করা হয় তাকে দুর্ঘটনা বিমা বলে।

অপহরণ বিমা কি?

বিমাগ্রহীতা অপহরণজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া জন্য যে বিমা সাহায্য গ্রহন করে তাকে অপহরণ বিমা বলে। 

সততা বিমা কি?

অনেক সময় কর্মীদের অসাধুতার কারণে কারবারিকে খুবই ক্ষতিগ্রস্ত হতে হয়। আর এধরনের ক্ষতির ঝুঁকি বন্টনের জন্য কারবারিরা যে বিমার সাহায্য গ্রহন করে থাকে তাকে সততা বিমা বলে। 

শিক্ষা বিমা কি?

ছেলেমেয়েদের শিক্ষার খরচ বহনের জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে এক ধরনের বিমা চালু করা হয়েছে তাকে শিক্ষা বীমা বলে। 

শস্য বিমা কি?

প্রাকৃতিক দুর্যোগে শস্য বিনষ্ট হতে পারে তাই এ ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষকগণ যে বীমা করে তাকে শস্য বীমা বলে। 

শ্রমিকদের ক্ষতিপূরণের ঝুঁকি বিমা কি?

কারখানায় কর্মরত শ্রমিকরা দুর্ঘটনায় প্রাণ হারালে বা ক্ষতিগ্রস্ত হলে নিয়োগকর্তাকে ক্ষতিপূরণ দিতে হয়। আর এ ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়োগকর্তা উক্ত শ্রমিকদের নামে যে বীমা করে তাকে শ্রমিকদের ক্ষতিপূরণ বীমা বলে।
 

আকাশ ভ্রমন বিমা কি?

আকাশ ভ্রমণের জন্য বিমান দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য প্রিমিয়ামের বিনিময়ে যে বীমা করা হয় তাকে আকাশ বিমা বলে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

2 মন্তব্যসমূহ

  1. টেক্সটাইলের ওয়েবসাইটে এসে বীমা সম্পর্কে অনেক কিছু্ই জানতে পারলাম। ভাই এগিয়ে যান.............আশার করছি বিজয়ে দেখা হবে।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন
close