ড্রাফট এর প্রয়োজনীয় সুত্র?

ফ্রন্ট ও ব্যাক রোলার
ফ্রন্ট ও ব্যাক রোলার

ড্রাফটের প্রয়োজনীয় সুত্রগুলো হলঃ
সাধারণত ড্রাফট বলতে ডেলিভারি রোলারের পৃষ্ঠগতির সাথে ফিড রোলারের পৃষ্ঠগতির অনুপাতকে বুঝায়।

ড্রাফট = (ডেলিভারি রোলারের পৃষ্ঠগতি) / (ফিড রোলারের পৃষ্ঠগতি)

আর ড্রইং মেশিনের ড্রাফট বলতে ড্রাফটিং জোনের ডেলিভারি ও ফিড রোলারের গতির পার্থক্যকে বুঝায়।


ড্রাফট বিভিন্নভাবে বের করা সম্ভব যেমন-


ড্রাফট = (ফিড দ্রব্যের ওজন) / (ডেলিভারি দ্রব্যের ওজন)  × ডাবলিং

অথবা,
ড্রাফট = (ডেলিভারি দ্রব্যের দৈর্ঘ্য) / (ফিড দ্রব্যের দৈর্ঘ্য) × ডাবলিং

অথবা,
ড্রাফট = (ডেলিভারি দ্রব্যের হ্যাংক) / (ফিড দ্রব্যের হ্যাংক) x ডাবলিং
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close