অরডিনারি ড্রইং ফ্রেমের বৈশিষ্ট্য?

ড্রইং ফ্রেম
ড্রইং ফ্রেম

অরডিনারি ড্রইং ফ্রেমের বৈশিষ্ট্যঃ
  • এটা একটা সাধারণ ড্রইং ফ্রেম।
  • ম্যানুয়াল অপারেটিং এর জন্য এটা একটা সহজ মেশিন। 
  • মিক্সিং ও ব্লেন্ডিং এর জন্য স্পিনিং লাইনে ড্রইং ফ্রেমই হচ্ছে শেষ ধাপ। অরডিনারি ড্রইং ফ্রেমে আধুনিক ড্রইং ফ্রেমের মত খুব বেশি ড্রাফটের সুবিধা নেই। 
  • অডিনারি ড্রইং ফ্রেমে সাধারণত দুই থেকে চারটি ডেলিভারি থাকে।
  • মেশিনের ফিড প্রান্তে ড্রাফটিং জোনে স্টপ মোশনের ব্যবস্থা আছে। অডিনারি ড্রইং ফ্রেমে কোন সাকশন ইউনিটের ব্যবস্থা নেই।
  • আধুনিক ড্রইং ফ্রেমে মতো কোন অটো-ডফিং এর ব্যবস্থা নেই।
  • আধুনিক ড্রইং ফ্রেমের মত সিগন্যাল লাইটের ব্যবস্থা নেই।
  • স্লাইভার বা অন্যান্য অপচয় বেশি হয়। 
  • আধুনিক ড্র ফ্রেমের তুলনায় উৎপাদন অনেক কম হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন