RPM ও Speed এর কাজ কি?

আমরা অনেক সময় ভুল করে মেশিনের Speed কে RPM বলে থাকি। আসলে Speed আর RPM কি এক জিনিস না কি ভিন্ন আসুন তা জেনে নেই।

RPM
RPM

RPM কি?

RPM হল Revolution per minute. অর্থাৎ প্রতি মিনিটে কোন বস্তুর ঘুর্ণন সংখ্যা। যা শুধু সুইডিং, পিচ ফিনিশ এবং ব্রাশ মেশিনের ড্রামের ও হাইড্রো এক্সট্রাকটর RPM হিসাব করা হয়।

Speed
Speed

Speed কি?

কোন বস্তু একক সময়ে মধ্যে যে দুরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বা Speed বলে।

দ্রুতির একক কি?

দ্রুতির একক = ms-1

তবে টেক্সটাইলের মেশিন গুলোতে এক মিনিটে অতিক্রান্ত দুরত্বকে মিটারে প্রকাশ করা হয় যেমনঃ  m/min.
মেশিনের Main drive Speed 30 m/min থাকলে ১ মিনিটে ৩০ মিটার কাপড় অতিক্রম করবে। 

এছাড়াও গাড়ীতে ১ ঘন্টার অতিক্রান্ত দুরত্বকে কিলোমিটারে প্রকাশ করা হয় যেমনঃ km/hr. তাই Speed এর ক্ষেত্রে সময় Fixed দুরত্ব Available.

সবশেষে,
RPM নির্ভর করে যেসব মেশিনের প্রধান ফাংশন নির্ভর করে রোলারের রেভুলোশনের উপর (ব্রাশ, সুইডিং,পিচ, হাইড্রো এক্সট্রাক্টর, উইন্স রোলার) আর মেশিন স্পিড নির্ভর করে ফিডিং এবং টেকআপ রোলারের চেইনের স্পিড এর উপর  (স্টেনটার, কম্পেক্টিং, ড্রায়ার) ইত্যাদি।

আশা করি পোস্টটি আপনাদের অনেক ভাল লাগছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন