স্টেনটার মেশিনের কাজ | স্টেনটার মেশিন চালানোর নিয়ম

স্টেনটার মেশিন কি?
যে মেশিনে কাপড়কে Dry করা সহ কাপড়ের ডায়া, জিএসএম, স্রিংকেজ নিয়ন্ত্রণ করা হয় তাকে স্টেনটার মেশিন বলে।

স্টেনটার মেশিন পরিচিত?

(১) রেড গোলাকার বাটনঃ Emargency Stop

(২) দুই নাম্বার সিরিয়াল
রেডঃ
Stop Forwarding

গ্রিনঃ Run forward

(৩) তিন নাম্বার সিরিয়াল
+  থাকলেঃ
চাপলে স্পিড বাড়ে 
- থাকলেঃ চাপলে স্পিড কমে

(৪) চার নাম্বার সিরিয়াল
ডান পাশের বাটনঃ

মেশিনের স্পিড মনিটরে শো না করলে এই বাটনে চাপলে স্পিড মনিটরে শো করে।

(৫) নাম্বার সিরিয়াল
প্রথম বাটনঃ
ব্যাক সাইড অফ অন করা।

ঠিক পরের বাটনঃ এ বাটন চেপে রাখলে অটো কাপড় চেন থেকে খুলে গেলে মেশিন নিজে নিজে অফ হয়ে যাবে।

(৬) নাম্বার সিরিয়াল
চাবিঃ

ম্যানুয়ালি স্পিড কমায় যদি মনিটরে কাজ না করে। তবে এলার্ম আর বাটনঃ কাপড়ের ছেড়া গেলে কিংবা গর্ত হয়ে গেলে সামনে সতর্ক করার জন্য এই বেল বাজানো হয়।

স্টেনটার মেশিন ডায়াগ্রাম
স্টেনটার মেশিন ডায়াগ্রাম

স্টেনটার মেশিন চালানোর নিয়ম?

কন্ট্রোল প্যানেলের হাতলের মত একটা পার্টস যা ১৮০° ডিগ্রী থাকলে মেশিন অন করা হয়। ইহা মোট প্যানেল মটরের পাওয়ার দেয়। তারপর মেশিনের পাওয়ার দেয়া হয়ে গেলে চাবি দিয়ে মেশিন রান দেয়ার জন্য রেডি করা হয়। চাবি দিলে মনিটরের মধ্যে প্রোগাম চালু হবে।

স্টেনস্টার মেশিন রান করার ক্ষেত্রে সর্বপ্রথমে মেশিনের এক্সোস্ট মটর চালু করতে হবে। তারপর বার্নার সেটিং দিতে হবে ১০ টা। তবে ব্রুকনার স্টেনটার মেশিন হলে তার এক্সোস্ট মটর চালু করা লাগবে শুরুতে এক্সোস্ট মটর চালু না করলে বার্নার বা ব্লোয়ার কোনটাই চলবে না। 

এছাড়াও এক্সোস্ট মটর দুইটা এটা রেসিডিউয়াল ময়েসচার দূর করে দেয়। এবং এয়ার ফ্লো  ৫০-৬০% করে রাখতে হয়। তবে হিট সেটের সময় টেম্পারেচার বেশি হলে ধোয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন একে ৮০% ফ্লো দেয়া হয়। 

এর সেটিং মনিটরে দেয়া হয়ে থাকে। এক্সোস্ট চালু করার পরে রান দিতে হবে ব্লোয়ার ভেতরের এয়ার ফ্লো না হলে বার্নার চালু হবে না। ব্লোয়ারের এয়ার ফ্লো ওভেন ক্লিপ স্টেনটার হলে ৭৫-৮০% ফ্লো দেয়া যাবে। তবে নীট ফেব্রিকের জন্য ৫০% এর বেশি হলে ফেব্রিকের পিন থেকে খুলে যাবে। এবং এর উপরের নজেলের ফ্লো ৫০% হবে। 

আর নিচের নজেলের ফ্লো ৪০% করে দিতে হবে না হয়। নিচে বেশি হলে ফেব্রিক খুলে যায়। এরপরের কাজ হচ্ছে স্টেনটার বার্নারের টেম্পারেচার সেটিং দেয়া। আর সিংগেল বার্নার হলে আপনার ৭ চেম্বারে ১৪ টি বার্নার থাকবে। তবে আপনি প্রসেস অনুযায়ী প্রতিটা চেম্বার এবং বার্নারে টেম্পারেচার সেট করে নিতে পারেন। 

স্টেনটার মেশিন পরিচালনার জন্য কিছু সেটিং জেনে রাখা ভাল?

ওভেন কাপড়ের জন্য ব্লোয়ার %  রাখতে হবে ৭৫% উপরে এবং নিচে। তবে নীট ফেব্রিকের জন্য ব্লোয়ার % উপরে ৭৫% নিচে ৬০%। বার্নার, ব্লোয়ার আর এক্সজাস্ট ফ্যান একে অন্যের সাথে সম্পর্কিত। 

তাই মেশিন অফ করার সময় আগে অফ করতে হবে বার্নার। তারপরে ব্লোয়ার তার পর এক্সজস্ট ফ্যান। পুনরায় মেশিন চালু করার সময় আগে এক্সজোস্ট, পরে বার্নার তারপর ব্লোয়ার।

প্রতিবার মেশিনের ওয়েলিং করার জন্য ১৫-২০  মিনিট করে সময় লাগে। প্রতি সকালে বা মনিটরে নোটিফিকেশন শো করলে মেশিন চেইন ওয়েলিং করে নিতে হবে। তারপর স্টেনটারকে দুই ভাগে ভাগ করা হয় যেমনঃ
  • এক ফ্রন্ট জোন (ওভারফিড রোলার থেকে ডেলিভারি প্লেটার পর্যন্ত)
  • ব্যাক জোন হল টেকআপ রোলার থেকে ওয়েফট স্ট্রেইটেনার পর্যন্ত। 

স্টেনটার মেশিনে দুই জোন আলাদা ভাবে কোন্ট্রোল করা যায়। তারপরে প্যাডার প্রেশারের মিটারে দেখবেন ১-৬ পর্যন্ত কাটা আছে। তবে আমরা সাধারণত ৩ ব্যবহার করি। 

আর কমানো লাগলে ২.৫ ব্যবহার করি।  এটাই এ মেশিনের কমন সেটিং। তবে স্টেনটার মেশিনে প্রতিটা ফেব্রিকের বোইং ঠিক করার জন্য ওয়েফট স্ট্রেইটেনার ব্যবহার হয়। আর ইয়ার্ন ডাইড ফেব্রিকের জন্য ওয়েফট স্ট্রেইটেনার ব্যবহার করা খুবই জরুরি। 

স্টেনটার মেশিনের টেম্পারেচার নির্ভর করে ফেব্রিক টাইপ ও কালারের উপর যেমনঃ হোয়াইট, ডার্ক, হিট সেটিং,  ফ্লোরোসেন্ট ডাই ইত্যাদি। টেম্পারেচার আর ময়েসচার ডিটেকশনের জন্য স্টেনটার মেশিনে পেলিভা ডিভাইস এবং সেন্সর থাকে।এ মেশিনে চেম্বার থাকে জোড় সংখ্যক ১। 

আর ৮ এর তাপমাত্রা থাকে তুলনামূলক কম। প্রতিটা চেম্বারের লেন্থ ৩ মিটার করে হয়। স্টেনটার মেশিনের হিটসোর্স গ্যাস বার্নার বা থার্মাল ওয়েল বেইজইড হয়। এর ডায়া সেটিং মিলি মিটারে ইনপুট দিতে হয়।

কিন্তু আমরা মুখে ইঞ্চি বলি এ মেশিনে এই ভাবে সেটিং দেয়া হয় যেমনঃ ১৫০০। এখানে প্রতি ১০০ কে ৪ ইঞ্চি করে ভাগ করে নিতে হবে।

স্টেন্টার মেশিনের বিভিন্ন অংশ ও তাদের কাজ?

ফেব্রিকস প্রসেসিং অনুযায়ী স্টেন্টার মেশিনের প্রধানত ৮ টি অংশ থাকে যেমনঃ

সেন্টারনার (Centerner) কি?

স্টেন্টার মেশিনের প্রথম এই অংশ থেকেই কাজ শুরু হয়। এর কাজ হচ্ছে ফেব্রিকসের কার্লিং দূর করা। এবং ফেব্রিককে সব সময় মেশিনের মাঝ বরাবর (Middle point) রাখা। এটা দেখতে অনেকটাই নাটাইয়ের মতো হয়ে থাকে।

হাইড্রো প্যাডার (Hydro padder) কি?

এই অংশের মূল কাজ হচ্ছে কাপড় থেকে পানি নিষ্কাশন করা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যেমনঃ সফেনার, সিলিকন, এসিড, ওয়েটিং এজেন্ট, এন্টিক্রিজ ইত্যাদি।

আর হাইড্রো প্যাডার অংশেই পিক আপ পার্সেন্ট সেট করা হয়। প্যাডার প্রেসার কমিয়ে বাড়িয়ে সহজে কাপড়ের সেড হালকা পরিবর্তন করা যায়।

অপারেটিং ষ্টেজ (Operating stage) কি?

অপারেটিং ষ্টেজ থেকেই সম্পূর্ণ মেশিন নিয়ন্ত্রণ করা হয়। তবে কাপড়ের প্যারামিটার অনুযায়ী কন্ট্রোলার মনিটরে প্রোগ্রাম সেটিং করা হয়। Over feed এবং Under feed Roller মেশিনের এই অংশেই থাকে।

ওয়েফট স্ট্রেইটেনার (Weft Straightener) কি?

এই ডিভাইসটির প্রধান কাজ হচ্ছে কাপড়ের Weft control করা। অর্থাৎ কাপড়ের Bowing ও Skewing সহজে Control করা। এই ডিভাইস দিয়েই কাপড়ের Spirality Control করা যায়।

বার্নার এবং ব্লোয়ার সেকশন (Burner & Blower Section) কি?

মেশিনের এই অংশের প্রধান কাজ হচ্ছে ভেজা কাপড়কে শুকানো। অর্থাৎ পরিচালন প্রক্রিয়ায় বায়ু উত্তপ্ত হয়ে কাপড়ের গায়ে লেগে কাপড়কে সহজে শুকিয়ে ফেলে।

মেশিনের এ অংশকে চেম্বারও বলা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে Stenter মেশিন সাধারণত ৫ চেম্বার থেকে ১০ চেম্বারের দেখতে পাওয়া যায়।

ষ্টীমার ফ্যান (Steamer fan) কি?

ষ্টীমার ফ্যানের এই অংশের কাজ হচ্ছে কাপড়ের গায়ে ষ্টীম দেয়া। কিছু কিছু কাপড় প্যাডার বাইপাস করে শুধু ষ্টীম দিয়ে Stenter finish করতে হয়।

ডেলিভারি সেকশন (Delivery Section) কি?

মেশিনের এই অংশ দিয়েই কাপড় বের হয়ে যায়। এ অংশে Delivery  Infeed Roller, Plater Roller ও Auxiliary plater থাকে।

কুলিং ফ্যান ( Cooling fan) কি?

গরম কাপড় ও Main Drive Chain কে ঠান্ডা করার জন্যই কুলিং ফ্যান অংশটি ব্যবহার করা হয়।

এছাড়াও অপারেটিং স্টেজ থেকে ডেলিভারি সেকশন পর্যন্ত মেশিনের অভ্যন্তরে দুই পাশে কাপড় বহন করার জন্য পিন ও ক্লিপ বিশিষ্ট চেইন আছে। যা Main drive chain বা Fabrics transporting chain বলা হয়। এই চেইন দিয়েই সহজে কাপড়ের Width Control করা হয়।

স্টেনটার মেশিনের কাজ?

স্টেনটার মেশিনের কাজ হল কাপড়কে Dry করা সহ কাপড়ের Dia, GSM, Shrinkage control, Curing, Hand feel soft ও Heat set করা হয়। এছাড়াও এ মেশিন দিয়ে হালকা Shade পরিবর্তন আনা যায়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

1 মন্তব্যসমূহ

  1. স্টেন্টার মেশিনের সিডিউল ভািত্তিক ক্লিনিং এন্ড সার্ভিসিং চার্ট দরকার।দয়া করে সহযোগিতা করবেন

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন
close