টপিং কি | টপি এর প্রসেস জেনে নিন

টপিং কি?
একটি ডাই দ্বারা রং করা কাপড়কে পুনরায় অন্য একটি ডাই দ্বারা রং করাকে টপিং বলে।

ওভেন কাপড় কন্টিনিউয়াস প্রসেস বিধায় তাকে ডাই লিকারে প্যাডিং করে ১২ ঘন্টা রোটেশনে রেখে দিতে হয়। আর এর ভেতরে নীট ফেব্রিকের মতো সেড চেক করার উপায় থাকে না।

তাই ১২ ঘন্টা পর কাপড় ওয়াশ করলে দেখা যায় কালার কেটে সেড লাইট হয়ে গেছে। তাই সেড লাইট হলে অথবা না মিললে বায়ার সেড নিবে না।

ঠিক এই অবস্থায় কাপড় আবার রিপ্যাড করা অনেক ঝামেলা ও ১২ ঘন্টা লস হয়। তাই এই সময় বাঁচানো ও সেড ঠিক করার জন্য একটি অসাধুপায় অবলম্বন করা হয়। তা হল স্টেনটার মেশিনে পিগমেন্ট দিয়ে টপিং করে দেয়া হয়।

পিগমেন্ট
পিগমেন্ট


টপিং করার নিয়ম?

প্রতি ১০০ লিটার কালার পানিতে ধারণা অনুযায়ী পিগমেন্ট তার সাথে প্রতি ১০০ লিটারে ১ কেজি হারে বাইন্ডার দিয়ে স্টেনটার মেশিনে  কাপড় চালাতে হয়।

আগে বাইন্ডার গুলিয়ে নিতে হবে পরে তার ভেতরে পিগমেন্ট দিতে হয়। সর্বপ্রথম একমিটার করে স্যাম্পল চালিয়ে এডিশনাল কেমিক্যাল লাগলে দিয়ে কালার ওকে করে চালাতে হবে।

টপিং এডিশনাল কেমিক্যাল কি?

এবজরবেন্সি ভাল করার জন্য ওয়েটিং এজেন্ট ও ফেনা দুর করার জন্য এন্টি ফোম। আর পিগমেন্ট জমে যাওয়ার প্রবনতা থাকলে  লিকারে ১০০-২০০ গ্রাম / ১০০ লিটারে  হারে এলজিনেট গাম ব্যবহার করা যেতে পারে। 

তবে মনে রাখতে হবে স্যাম্পলের কালারের তুলনায় বাল্ক ২০% লাইট হয় তাই স্যাম্পলের কালার ওকে হলে এর ভেতরে আরো ২০% কালার বাড়তি দিয়ে সম্পূর্ণ কাপড় চালিয়ে দেয়া যাবে। তবে কাপড় চালানোর সময় কিছু বিষয় খেয়াল করতে হবে যেমনঃ
  • পিগমেন্ট ভাল ভাবে বাইন্ডারের সাথে মিশানো হয়েছে কি না তা চেক করা।
  • এরপর স্টেনটার মেশিনের প্যাডার, এক্সপেন্ডার রোলারের ময়লা থাকে কি না তা চেক করতে হবে। যাতে ফেব্রিকে স্পট যায় কিনা তা চেক করতে হবে।
  • কাপড় এর এব্জরবেন্সি ঠিক আছে কিনা তা দেখতে হবে।
  • লিস্টিং হচ্ছে কিনা তা চেক করতে হবে।

প্যারামিটারঃ

  • টেম্পারেচার= ১৫০ ডিগ্রী
  • প্রেসার= ২.৫-৩ বার
  • স্পিড/গতি=  25-30 m/min


কিছু নির্দেশনাঃ

স্যাম্পল এবং বাল্ক একই প্যারামিটারে চালাতে হবে। তা নাহলে কাপড়ের সেড নাও মিলতে পারে। তবে প্যারামিটার স্যাম্পলের টা অনুসরণ করতে হবে।

এরপর কাপড়ের ওয়েট অনুযায়ী ৭0% পিক আপে যে পরিমাণ পানি লাগে। ঠিক ঐ পরিমাণ পানির লেভেল করতে হয়।

পরিশেষে বলা যায় টপিং ডাই দ্বারা রং করা কাপড়কে পুনরায় ডাই করার জন্য খুবই কার্যকরি একটি প্রসেস।

Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন