Triaxial কাপড়ের ব্যবহার?

Triaxial কাপড়
Triaxial কাপড়

Triaxial কাপড়ের ব্যবহার?

প্রাথমিকভাবে এই কাপড় শিল্প-কারখানায় যেমনঃ কনভেয়র বেল্ট, প্লাস্টিকের সামগ্রী (Reinforcements) এবং মহাশূন্য যানে সহায়ক দ্রব্য (Aerospace accessories) হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও নানা রকম ডিজাইন ও প্রসারণ গুণাবলী অ্যাপারেল ও গৃহসজ্জায় ব্যবহার করা যায়।

কাপড়ের স্ট্রাকচারের উপর ভিত্তি করে বয়ন কাপড়কে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়ঃ
  • সাধারণ স্ট্রাকচার
  • সমন্বিত স্ট্রাকচার

সাধারণ স্ট্রাকচার কি?

এক্ষেত্রে টানা ও পড়েন সুতা একে অপরকে সমকোণে ছেদ করে এবং কাপড়ে টানার সাথে ও পড়েনের সাথে সমান্তরাল অবস্থানে থাকে। আর এরুপ গঠনে শুধুমাত্র এক প্রস্থ টানা ও এক প্রস্থ পড়েন এবং সকল গাঠনিক সুতা সমভাবে কাপড় গঠনে ব্যবহৃত ও দক্ষতা প্রদর্শন করে।

সমন্বিত স্ট্রাকচার কি?

এক্ষেত্রে একাধিক প্রস্থে টানা ও পড়েন সুতা থাকে। এদের মধ্যে কিছু সুতা কাপড়ের জমিন গঠনে অংশ নেয় যেমনঃ গ্রাউন্ড সুতা, পক্ষান্তরে কিছু সুতা অলংকৃত করার উদ্দেশ্য যেমনঃ Figuring বা Face yarns হিসেবে ব্যবহৃত হয়।

এধরণের কাপড়ে টানা ও পড়েন উভয় ক্ষেত্রে সুতা সমান্তরাল নাও হতে পারে। এটা ছাড়া গালিচায় ব্যবহৃত সুতা যা গালিচায় সমকোণে বহিলম্বিত থাকে। যেমনঃ পাইল সুতা ইত্যাদি।

Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন