ড্রয়িং কাগজ ময়লা হওয়ার কারণ?

ড্রয়িং কি?
কোন বস্তুর জিনিসের গ্রাফিক উপস্থাপন হল ড্রয়িং।

ড্রয়িং কাগজ
ড্রয়িং কাগজ

ড্রয়িং কাগজ ময়লা হওয়ার কারণ?

ড্রয়িং কাগজ ময়লা হলে ইহার ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এ কারণে কাগজটিকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে ড্রয়িং করার সময় সর্বদা উপযুক্ত যত্ন নেয়া একান্ত প্রয়োজন হয়। ড্রইং কাগজে সাধারণত এসব ময়লা হয়ে থাকে যেমনঃ
  • ঘর্মাক্ত হাত কাগজের উপর রাখলে। 
  • ময়লা হাতে ড্রয়িং করলে।
  • ময়লা জামার হাতা কাগজের স্পর্শ আসলে। 
  • ড্রয়িং বোর্ড বা কাগজে ময়লা থাকলে। 
  • ময়লা সেট-স্কয়ার, টী-স্কয়ার, ইরেজার বা স্কেল দিয়ে ড্রয়িং করলে ইহাদিগকে এই অবস্থায় কাগজের উপর রাখলে।
  • কাগজের উপর ময়লা বা অন্য কোনো বস্তুকে রাখলে। 
  • অতিরিক্ত নরম সীসের পেন্সিল ব্যবহার করার ফলে সীস-চূর্ণ কাগজের উপর ছাড়লে।
  • ড্রয়িং বোর্ড বা কাগজের নিকট পেন্সিল কাটলে।
  • পেন্সিলের সীসকে ড্রয়িং বোর্ডের উপরে ঘষে তীক্ষ্ণ করলে। 
  • ড্রয়িং বোর্ড বা কাগজের উপর শিরিষ কাগজ রেখে সীসকে তীক্ষ্ণ করলে।
  • ইরেজার দ্বারা পুনঃ পুনঃ কাগকে ঘষলে এবং ইহার পরে পরিষ্কার না করলে।
  • ময়লা রুমাল বা কাগজের খন্ড দিয়ে কাগজকে পরিষ্কার করলে।

সুতারাং ড্রয়িং আরম্ভ করার পূর্বে জামার হাতা গুটিয়ে নেবেন। এবং হাতের ঘাম মুছে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিবেন। পরে যাতে হাতের ঘাম কাগজের না লাগে এজন্য যে স্থানে হাত রেখে ড্রয়িং আরম্ভ করবেন ওই স্থানে একখানি সাদা কাগজ বা পরিষ্কার রুমাল বা তোয়ালে ড্রয়িং কাগজের উপর রেখে দেবেন। 

ড্রয়িং বোর্ড, টী-স্কোয়ার, সেট-স্কোয়ার, স্কেল, ইরেজার ইত্যাদিকে রুমাল দিয়ে উত্তমরূপে মুছে নিয়ে পরে উহা ব্যবহার করবেন। প্রয়োজন হলে টী-স্কোয়ার, সেট-স্কোয়ার ইত্যাদিকে ড্রয়িং করার সময়ও মাঝে মধ্যে রুমাল দিয়ে পরিষ্কার করে নিবেন। ড্রইং করার সময় বা পরে কাগজের উপর কখনো কোন ময়লা বস্তু রাখা যাবে না। 

নরম সীসের পেন্সিল ব্যবহার করবেন না। বা ইরেজারের সাহায্যে কাগজকে অতিরিক্ত ঘর্ষণ করবেন না। ভিন্ন ভিন্ন পেন্সিলকে কখনো আর ড্রয়িং বোর্ড বা কাগজের নিকটে কাটবেন না অথবা ইহার সীসকে তীক্ষ্ণ করবেন না। আর ইহা ভিন্ন পেন্সিলকে কখনও ড্রয়িং বোর্ড বা কাগজের উপর রেখে পেন্সিলের সীসকে তীক্ষ্ণ করবেন না।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন