কোয়ালিটির কাজ কি | ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য কি

কোয়ালিটি কি?

কোয়ালিটি বলতে কোন পণ্য বা সেবার মধ্যে একটি অপরটির তুলনায় কতগুণ ভাল তা বুঝায়। অর্থাৎ উৎপাদিত পণ্য বা সেবা কাস্টমারের চাহিদা পূরণে কতটুকু সমর্থ হয়েছে এবং এটি ব্যবহার উপযোগী কি না তা যাচাই করাই হল কোয়ালিটি।

কোয়ালিটি কন্ট্রোলার
কোয়ালিটি কন্ট্রোলার

কোয়ালিটি কাকে বলে?

বায়ারের চাহিদা অনুযায়ী পণ্যের গুনগত মান সঠিক রাখাকে কোয়ালিটি বলে।

কোয়ালিটি মানে কি?

কোয়ালিটি মানে হল পণ্যের গুনগত মান যাচাই করা।

কোয়ালিটি শব্দের অর্থ কি?

কোয়ালিটি শব্দের অর্থ হল গুণগত মান যাচাই। 

গার্মেন্টস কোয়ালিটি কি? 

গার্মেন্টস কোয়ালিটি বলতে বায়ারের চাহিদার সাথে মিল রেখে পণ্যের গুণগত মান বজায় রাখা।

গার্মেন্টস কোয়ালিটি কাকে বলে? 

ক্রেতার চাহিদা মোতাবেক পণ্যের গুণগত মান ঠিক রেখে সঠিক সময় সঠিক মূল্যে ক্রেতার কাছে পৌঁছে দেওয়াই হল গার্মেন্টস কোয়ালিটি।

কোয়ালিটির কাজ কি?

  • বায়ারের চাহিদা এবং প্রত্যাশা বুঝা।
  • উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।
  • ব্যর্থতা প্রতিরোধ ও সমস্যা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা।
  • কাস্টমার পণ্যটি ব্যবহার করে সন্তুষ্ট হবে কি না।
  • সমজাতীয় কোন পণ্যের শ্রেষ্ঠত্বের মাত্রা বিচার করা হয়।
  • পণ্য বা সেবাটি ব্যবহার উপযোগী কি না তা যাচাই করা।
  • পণ্যের বৈশিষ্ট্যগত সমষ্টি যা কাস্টমারের চাহিদা মেটাতে কতটুকু সক্ষম তা যাচাই করা।

ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য কি?

  • পয়েন্টস মিজারমেন্ট ও গেট আপ চেক করা।
  • হ্যাংট্যাগ (Hang tag), পলি (Poly) ও অন্যান্য এক্সেসরিজ সোয়াচ বোর্ড অনুযায়ী ঠিক আছে কি না তা চেক করা।
  • গার্মেন্টস এর ইনসাইড ও আউট সাইড চেক করা।
  • ফাইভ পয়েন্টস এর ব্যালেন্সিং চেক করা।
  • ডিফেক্ট সম্পর্কে সুপারভাইজারকে অবগত করা।
  • ডিফেক্ট গার্মেন্টসগুলোর রেকর্ড রাখা ও রিপোর্ট তৈরী করা। এবং সংশিষ্ট সুপারভাইজারকে অবহিত করা।
  • গার্মেন্টসের আয়রন, গেট আপ, মেজারম্যান্ট ও ফোল্ডিং ঠিক আছে কি না তা চেক করা।
  • ডিফেক্ট সনাক্ত করা ও রিপেয়ার করানো। এবং লাইন কোয়ালিটি ইন্সপেক্টর ও সুপারভাইজারকে জানানো যাতে ডিফেক্ট সহজে প্রতিরোধ করতে পারে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close