গ্রাফ পেপার কাকে বলে | গ্রাফ পেপারের ব্যবহার

গ্রাফ পেপার কাকে বলে?

পরস্পর সমান্তরাল কতগুলো আড়াআড়ি ও লম্বালম্বি দুই সেট সরল রেখা পরস্পর সমদূরত্বে এবং সমকোণে ভেদ করে কতগুলো ছোট ছোট ঘর সৃষ্টি করে যে কাগজের উপর উপযুক্ত বর্গাকৃতি ঘরগুলো অঙ্কিত হয় তাকে ছক কাগজ বা গ্রাফ পেপার বলে। 

বিভিন্ন ডিজাইন কাপড়ে তোলার পূর্বে ডিজাইনটিকে সরল ও সহজবোধ্য করে বোঝানোর উদ্দেশ্যে এক প্রকার বর্গাকৃতি ঘরবিশিষ্ট কাগজের বিভিন্ন রং এর সংমিশ্রণে আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার মাধ্যমই হল ছক কাগজ বা গ্রাফ পেপার।

গ্রাফ পেপার বিভিন্ন নামের হয়ে থাকে যেমনঃ ডিজাইন পেপার, পয়েন্ট পেপার, স্কোয়ার পেপার ইত্যাদি। বাজারে যে সমস্ত গ্রাফ পেপার পাওয়া যায় তা সাধারণত আড়াআড়ি ও লম্বালম্বিভাবে উভয় দিকের ইঞ্চি প্রতি ৮, ১০, অথবা ১৬ ঘর অর্থাৎ (৮×৮) (১০×১০) (১৬×১৬) এর লাইন অথবা মোটা রেখা দ্বারা সীমাবদ্ধ করা হয়ে থাকে। যাতে ব্যবহারের পূর্বেই ঘরগুলো সহজেই শনাক্ত করা যায়। 
গ্রাফ পেপার
গ্রাফ পেপার

গ্রাফ পেপারের ব্যবহার?

ডিজাইন করার সময় পড়েন সুতাকে আড়াআড়ি এর দিকে এবং টানা সুতা লম্বালম্বি এর দিকে ধরা হয়। টানা ও পড়েনের সংখ্যা হিসাব করার সুবিধার্থে প্রতি ইঞ্চিতে (৮×৮), (১০×১০) বা (১৬×১৬) যে কোন সংখ্যক চৌকো ঘরগুলোকে মোটা অথবা রঙিন লাইন দ্বারা সীমাবদ্ধ করার জন্য সহজেই ঘরগুলো শনাক্ত করা সম্ভব। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন