ওপেনিং মেশিনারী কি | ওপেনিং মেশিনারী কি কি বিষয়ের উপর নির্ভর করে

ওপেনিং মেশিনারী কি?
যেসব মেশিনের সাহায্যে বেল থেকে প্রাপ্ত তুলার আঁশের গুচ্ছসমূহকে বিটার অথবা অন্য কোন কিছুর সাহায্য নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের গুচ্ছে রূপান্তরিত করে সেসব মেশিনারীকে ওপেনিং মেশিনারী বলে। 

ওপেনিং মেশিনারী
ওপেনিং মেশিনারী

ওপেনিং মেশিনারী কি কি বিষয়ের উপর নির্ভর করে?

  • কাঁচামাল 
  • ফিডকৃত কাঁচামালের গুচ্ছের আকার
  • ফিডিং এর ধরন
  • বিটারের গতি 
  • বিটারের ধরন
  • অন্যান্য

কাঁচামাল কি?

বেল থেকে যে কাঁচামাল মেশিনে ফিড করা হয় তার কমপ্যাক্টনেস ও পুরুত্বের উপর ডিগ্রী অফ ওপেনিং নির্ভর করে। 

ফিডকৃত কাঁচামালের গুচ্ছের আকার কি?

কাঁচামালের ঘনত্ব, আঁশের পজিশন ও ফিড করার পূর্বে গুচ্ছের আকারের উপর ডিগ্রি অফ ওপেনিং নির্ভর করে। গুচ্ছের আকার যত বেশি হবে ওপেনিং তত ভালো হবে। 

ফিডিং এর ধরন কি?

ফিডিং এর ধরনের উপর ও ওপেনিং এর মাত্রা নির্ভর করে। লুজ অবস্থায় ফিডিং করলে ওপেনিং কম হয় কিন্তু ক্লাম্প ফিডিং এর ক্ষেত্রে ওপেনিং এর মাত্রা বেশি হয়। 

বিটারের গতি কি?

বিটারের গতি কম ও বেশির ওপর ওপেনিং এর মাত্রা কম বেশি হয়। গতি কম হলে ওপেনিং কম হবে এবং গতি বেশি হলে ওপেনিং বেশি হবে। 

বিটারের ধরন কি?

যে ধরনের বিটার ব্যবহার করা হচ্ছে তার ওপর নির্ভর করে তুলা আঁশের ওপেনিং মাত্রা কম বেশি হয়। ক্রিশনার টাইপ বিটারের ওপেনিং ক্ষমতা বেশি হয়। 

অন্যান্য কি?

তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদির উপরও তুলা আঁশের ওপেনিং মাত্রা নির্ভর করে।
Next Post Previous Post