বিজ্ঞাপন কি | বিজ্ঞাপন কত প্রকার | বিজ্ঞাপনের বৈশিষ্ট্য

বিজ্ঞাপন হল একটি একমুখী যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। সাধারণত পণ্য ও সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন প্রচারিত করা হয়।

বিজ্ঞাপন কি?

বিজ্ঞাপন একটি বিপণন কৌশল যা যেকোন পণ্য বা সেবা সম্ভাব্য গ্রাহকের নিকট প্রচার করার একটি মাধ্যম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন কাকে বলে?

যেকোন পণ্য বা সেবাগুলোকে বিক্রি বা প্রচার করার প্রক্রিয়াকেই বিজ্ঞাপন বলে। এছাড়াও উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে, ধারণা, পণ্য ও সেবার নৈব্যক্তিক উপস্থাপনা ও প্রসারকে বিজ্ঞাপন বলা হয়।
 

বিজ্ঞাপনের যাত্রা কবে শুরু হয়?

সর্বপ্রথম মিশরীয়রা দেওয়ালে পোষ্টার লাগিয়ে বিজ্ঞাপনের যাত্রা শুরু করেন।

আরও জানুনঃ 


বিজ্ঞাপন শব্দের উৎপত্তি কোথায়?

ইংরেজি advertising শব্দটি ল্যাটিন advertre থেকে বিবর্তিত। যার অর্থ আবর্তিত করা অথবা ঘোরানো। মতান্তরে প্রাচীন ফরাসি advertir অর্থ হল দেখানো থেকে মধ্যযুগীয় ইংরেজি advertisen অর্থ জানানো হয়ে advertising শব্দের উদ্ভব হয়েছে।

বিজ্ঞাপন কত প্রকার?

বিজ্ঞাপনের প্রকার বা বিজ্ঞাপন প্রচারের অনেক মাধ্যম আছে। এর মধ্যে কয়েকটি হলঃ
  • Online Advertising (Digital Advertising)
  • Cell Phone Advertising (Mobile Advertising)
  • Media Advertising
  • Print Advertising
  • E-mail Advertising

বিজ্ঞাপনের বৈশিষ্ট্য?

  • বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের গুণগত মানকে ক্রেতার সামনে তুলে ধরা সম্ভব।
  • বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করা সম্ভব। 
  • লোকাল বাজারে চাহিদা মেটানো সম্ভব বিজ্ঞাপনের দ্বারা। 
  • পণ্যের কোয়ালিটি যাই হোক বিজ্ঞাপনের দ্বারা পণ্য সহজে বাজারজাতকরণ করা যায়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close