সুইং নিডেল বলতে কি বুঝায়?
সুইং নিডেল বলতে পোশাক সুইং এর জন্য ব্যবহৃত নিডেলকেই বুঝায়। যা একটি মেটাল পার্টস।
নিডেলের ব্লেডের মধ্যবর্তী স্থানের ব্যাস যদি ০.৯ মিমি হয়, তবে ওই নিডেলের সাইজ কত হবে?
৯০ এন.এম হবে।
টিপ কি?
নিডেল পয়েন্টের শেষ প্রান্তকে টিপ বলে। নিডেল দ্বারা কাপড় ভেদ করার দক্ষতার সাথে টিপের সম্পর্কযুক্ত।
|
নিডেল |
নিডেলের গোড়ার সর্বপ্রথম অংশকে কি বলা হয়?
নিডেলের গোড়ার সর্বপ্রথম অংশকে বাট (Butt) বলে।
নিডেল ক্ল্যাম্প এর কাজ কি?
সেলাই মেশিনের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে নিডেল ক্ল্যাম্প। নিডেল ক্ল্যাম এর কাজ হচ্ছে নিডেলকে শক্ত ও সুদৃঢ়ভাবে আটকে রাখা।
কাটিং পয়েন্ট কত প্রকার?
কাটিং পয়েন্ট প্রধানত তিন প্রকারঃ
- ওয়েস্ট পয়েন্ট
- টুইস্ট পয়েন্ট
- ক্রস পয়েন্ট
ক্লথ পয়েন্ট নিডেল কি?
কাপড় সেলাই করার জন্য যে সকল পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা হয় তাকে ক্লথ পয়েন্ট নিডেল বলা হয়।
নিডেলের ছিদ্র হতে সোল্ডার পর্যন্ত লম্বা যে অংশ থাকে তাকে কি বলা হয়?
ব্লেড (Blade) বলা হয়।সেলাই মেশিনের বিভিন্ন অংশের নাম?
সেলাই মেশিনের বিভিন্ন অংশের নামগুলো হলঃ
- লং গ্রুপ
- শর্ট গ্রুভ
- স্কার্ফ
- টিপ
- বাট
- শ্যাষ্ক
- শোল্ডার
- ব্লেড
- নিডেল পয়েন্ট ইত্যাদি।
নিডেল পয়েন্ট কি?
নিডেলের ছিদ্র হতে নিডেলের টিপ পর্যন্ত অংশকে নিডেল পয়েন্ট বলা হয়।
নিডেলের সাইজ নির্ধারণের সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি কোনটি?
মেট্রিক সাইজ নিডেলের সাইজ নির্ধারণের সবচেয়ে সহজ ও বেশি ব্যবহৃত করা পদ্ধতি। একে সংক্ষেপে Nm বলা হয়।
নিডেল ব্লেড কোন অংশকে বলা হয়?
নিডেলের ছিদ্র হতে শোল্ডার পর্যন্ত লম্বা যে অংশ থাকে তাকে নিডেল ব্লেড বলে।নিডেল পয়েন্ট কত প্রকার?
নিডেল পয়েন্ট দুই প্রকারঃ
- কাটিং পয়েন্ট ও
- ক্লথ পয়েন্ট
চামড়া ও প্লাস্টিক সেলাই করার জন্য কি ধরনের নিডেল পয়েন্ট ব্যবহার করা হয়?
কাটিং পয়েন্ট নিডেল ব্যবহার করা হয়।
শ্যাষ্ক ও ব্লেডের মধ্যবর্তী স্থানকে কি বলা হয়?
শ্যাষ্ক ও ব্লেডের মধ্যবর্তী স্থানকে শোল্ডার (Shoulder) বলে।