মকলিনো কাপড় কি | মকলিনো কাপড়ের গঠনপ্রণালি | মকলিনো কাপড়ের ব্যবহার

মকলিনো কাপড় কি?

নেট এর কাপড় অনুকরণ করে এই উইভ তৈরি করা হয় বলে একে কৃত্রিম জাল বলে। ইংরেজিতে একে মকলিনো বা ইমিটেশন লিনো বলা হয়। আর এই কাপড় সাধারণত মশারির জন্য ব্যবহার করা হয়।

অসংখ্য ছিদ্র যুক্ত জলের মতো দেখতে অমসৃণ হুকাব্যাকের অনুরূপ কাপড়কে মকলিনো কাপড় বলা হয়।

মকলিনো কাপড়
মকলিনো কাপড়

মকলিনো কাপড়ের বৈশিষ্ট্য?

  • এ জাতীয় কাপড় মশারির নেটের মত পাতলা হয়।
  • মকলিনো কাপড়ের ক্ষুদ্রতম ডিজাইন হল (৬×৬)।
  • লিনো উইভের মতো বিশেষ ধরনের হিল্ড ব্যবহার করা ছাড়াই সাধারণ পদ্ধতিতে মকলিনো কাপড় তৈরি করা যায়। 
  • এর রিপিট সাইজ জোড় সংখ্যা বিশিষ্ট হয়।
  • মকলিনো কাপড়ের পৃষ্ঠদেশ হুকাব্যাকের মতো অমসৃণ।

মকলিনো কাপড়ের গঠনপ্রণালি?

  • প্রথমে ডিজাইনের রিপিট সাইজ ঠিক করতে হবে।
  • রিপিটের আকার জোড় সংখ্যক নির্দিষ্ট করতে হবে।
  • এখন সম্পূর্ণ ডিজাইনকে সমান চার ভাগে ভাগ করতে হবে। 
  • এর বিপরীত দুই কর্নারে দুটি ছোট মোটিফ অঙ্কন করতে হবে। 
  • অবশিষ্ট কোনাকুনি অংশে মোটিফের ঠিক বিপরীত মোটিফ অর্থাৎ যেগুলো টানা ভাসা ছিল ঠিক সেই অংশে পড়েন ভাসা এবং এর বিপরীতক্রমে অঙ্কন করতে হবে।
  • এভাবে পুরো মকলিনো ডিজাইনটি অঙ্কন করা হয়। 

ডাফটিংঃ 

প্লেইন উইভের সুতাসমূহ হিল্ড শ্যাফটে এবং অন্যান্য সুতাগুলো পিছনের হিল্ড শ্যাফটে থাকবে।

মকলিনো কাপড়ের ব্যবহার?

  • মকলিনো কাপড় পাতলা ও ছিদ্রযুক্ত হওয়ায় পর্দা তৈরিতে ব্যবহৃত হয়। পোশাক অলংকৃতকরণে, আন্ডার ক্লোদিং ইত্যাদিতে ব্যবহৃত হয়।
  • প্লেইন উইভের সাথে মিশ্রিত করে অলংকৃতকরণের জন্য ব্যবহার করা হয়।
  • স্ট্রাইপযুক্ত পোশাক বুননের জন্য এ কাপড় ব্যবহার করা হয়।  
  • এমব্রয়ডারি ক্লথে এ কাপড় ব্যবহার করা হয়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন