ওহমের সুত্রের সীমাবদ্ধতা | ওহমের সূত্রের ব্যবহার

ওহমের সুত্রের সীমাবদ্ধতা?

  • জটিল সার্কিটে এই সুত্রটি ব্যবহার করা যায় না।
  • তাপমাত্রার পরিবর্তন হলে এ সুত্রটি প্রযোজ্য হয় না।
  • ডিসি এর ক্ষেত্রে এ সুত্রটি ভালভাবে ব্যবহার করা যায় না। 
  • তবে এসিতে এ সুত্রটি ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায় না।
  • সিলিকন কার্বাইড, জেনার ডায়ড, ভোল্টেজ রেগুলেটর ইত্যাদিতে এ সুত্র প্রযোজ্য নয়।
  • পরিবাহী পদার্থের ক্ষেত্রে এ সুত্রটি ব্যবহার করা গেলেও অপরিবাহী পদার্থের তেমন সঠিক ফল পাওয়া যায় না। 
ওহমের সুত্রের সীমাবদ্ধতা
ওহমের সুত্রের সীমাবদ্ধতা

ওহমের সূত্রের ব্যবহার?

  • কোন সার্কিটের ভেতরের প্রবাহিত কারেন্টের পরিমাণ নির্ণয় করার জন্য এ সুত্রটি ব্যবহার করা হয়। 
  • পরিবাহী তারের সাইজ হিসাব করার জন্য ব্যবহার করা হয়। 
  • বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন রক্ষণ যন্ত্র নিয়ন্ত্রণ ও যন্ত্র ইত্যাদির সাইজ নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। 
  • কোন সার্কিটের ভেতর প্রবাহিত কারেন্টের পরিমাণ নির্ণয় করার জন্য এ সুত্রটি ব্যবহার করা হয়। 
  • পরিবাহী তারের সাইজ হিসাব করার জন্য এ সুত্রটি ব্যবহার করা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন