ফেব্রিক এর ফেইস ও ব্যাক সাইড |
সাধারণত কাপড়ের উপরের দিক নির্ণয় করলে অপর পার্শ্ব নিচের দিক ব্যাক সাইড হবে। কাপড়ের ফেইস সাইড নির্ণয়ের জন্য নিচের যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। তা হল নিম্নরূপঃ
- তুলনামূলক ব্যাক সাইডের তুলনায় কাপড়ের ফেইস সাইড অর্থাৎ উপরের দিক চকচকে দেখায়।
- সাধারণ কাপড়ের যে দিক ভাল দেখায় সেদিকে উপরের দিক হিসেবে বিবেচনা করতে হয়।
- কাপড়ের উপরের পার্শ্বে হেয়ারিনেস কম।
- গ্রে কাপড়ের জন্য ফেইস সাইডে কাপড়ের আলগা সুতা বেশি থাকে।
- কাপড়ের উপরের পার্শ্ব খুবই মসৃণ।
- কাপড়ের উপরের পার্শ্বে ডিজাইন পরিষ্কারভাবে ফুটে উঠে।
- সাধারণত গ্রে কাপড়ের জন্য ব্যাক সাইডের সুতাগুলো কিছুটা চ্যাপ্টা দেখায়।
- ফেব্রিকের ফেইস সাইডে সিনজিং করা হয়।
- ফেইস সাইডে ফেব্রিককে ফিনিশিং করা হয়।
- ফেব্রিকের ফেইস সাইড খসখসে হয় আর প্লেইন সাইড মসৃন থাকে।
- কোন মেশিনে ইনপুট দিতে কাপড়ের ফেইস সাইড আপ করে দেওয়া হয়।
- রোলিং এর সময় কাপড়ের ফেইস ডাউন করে দেয়া হয়।
- রোল খোলা কাপড়ের ফেইস সাইড ভেতরে থাকে।
- ফেইস সাইড এর গ্লেস বেশি হয়।
- টেরী ফেব্রিক এর লুপ ফেইস সাইডে হয়।
- কাপড়ের ফেইস সাইডে প্রিন্টিং করা হয়।
- ফেব্রিকের ফেস সাইডে টেক্সচার কিংবা ডিজাইন থাকে।
- টুইল ফেব্রিকের ফেস সাইডে টুইল লাইন ও সাটিন ফেব্রিকের ওয়ার্পের ফ্লোটিং দেখা যায়।
- প্লেইন কাপড় এর ফেইস ব্যাক একই তাই যে কোনো এক সাইড ধরে ফিনিশিং করালেই হয়।
- তবে স্টেনটারে বা কম্পেক্টরে ফিনিশিং এর সময়ে ফেইস সাইড আপ করে কাপড় মেশিনের ভেতরে ঢুকাইতে হয়।
- ফেব্রিকের ফেইস সাইডে ফ্লোটিং বেশি হয়। আর ফেব্রিকের ডিজাইন সুস্পষ্ট হয়।
- ফ্লানেল কাপড়ের ফেইস সাইড ব্রাশ করা হয়।
- কাপড়ের ফেইস সাইডে পিচ করা করা হয়।
- টুইল কাপড়ের ক্ষেত্রে টুইল রেখার ভাসা ফেইস সাইডে স্পষ্ট দেখায়।
- মূল ডিজাইনটি কাপড়ের উপরের পার্শ্বে ভেসে উঠে।