ফাইব্রাস র ম্যাটারিয়াল কি?

ফাইব্রাস র ম্যাটারিয়াল কি?

ফাইব্রাস র ম্যাটারিয়াল বলতে নন-ওভেন কাপড় তৈরির জন্য কাঁচামালকে বুঝায়। ফাইব্রাস র ম্যাটারিয়াল নন-ওভেন কাপড় তৈরির জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। বিভিন্ন ধরনের ফাইবার যেমনঃ পলিয়েস্টার, কেবলন, রেয়ন, কটন, জুট, উল, লাইকরা, ফ্লাক্স, পলিপ্রোপাইলিন ইত্যাদি নন-ওভেন কাপড় তৈরির জন্য ব্যবহার করা হয়। 

ফাইব্রাস র ম্যাটারিয়াল
ফাইব্রাস র ম্যাটারিয়াল

এ প্রক্রিয়ায় ফাইবারে ওয়েব তৈরি এবং বন্ডিং এর মাধ্যমে নন-ওভেন কাপড় তৈরি করা হয়। আর এ প্রক্রিয়ায় ফাইবারকেই ওয়েব তৈরি এবং বন্ডিং এর মাধ্যমে নন-ওভেন কাপড় তৈরি করা হয়। তবে ফাইবার থেকে সুতা বা সুতা দ্বারা বুননের প্রয়োজন হয় না। 

তাছাড়া নন-ওভেন কাপড় তৈরির ক্ষেত্রে ফাইবারকে বেসিক ইউনিট বলা হয়। প্রাকৃতিক ও কৃত্রিম উভয় ফাইবারই নন-ওভেন কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। ওয়েস্টার্ন ইউরোপে ৭০% স্ট্যাপল ফাইবার নন-ওভেন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে। 

ফাইব্রাস র ম্যাটারিয়াল কাকে বলে?

নন-ওভেন কাপড় তৈরিতে ব্যবহৃত ফাইবার হল পলিয়েস্টার, নাইলন, রেয়ন, কটন, পাট, উড পাল্প, উল, ফ্লাক্স, পলিপ্রোপাইলিন, বাই-কম্পোনেন্ট ইত্যাদি। স্ট্যাপল ও ফিলামেন্ট উভয়কেই  ফাইব্রাস র ম্যাটারিয়াল বলে। প্রাকৃতিক ও কৃত্রিম উভয় ধরনের ফাইবারই ফাইব্রাস র ম্যাটারিয়াল হতে পারে। 

ফাইব্রাস র ম্যাটারিয়াল হওয়ার জন্য ফাইবারসমূহের মধ্যে অবশ্যই নির্দিষ্ট কিছু গুণাগুণ থাকতে হবে। যা কাপড়ের ধরন, ব্যবহারের সময়কাল, কাপড়ের বৈশিষ্ট্য উৎপাদন ঘরচ, ক্রেতার চাহিদা, উদ্দেশ্য, মান ইত্যাদির উপর নির্ভর করে। কোন ফাইবার নন-ওভেন কাপড় তৈরিতে সক্ষম হলে কেবল তখনই তাকে ফাইব্রাস র ম্যাটারিয়াল বলে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close