প্রাকৃতিক ফাইবার ও কৃত্রিম ফাইবারের পার্থক্য?

প্রাকৃতিক ফাইবার কি?

যে ফাইবার প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে প্রাকৃতিক ফাইবার বলে।

প্রাকৃতিক ফাইবার
প্রাকৃতিক ফাইবার

প্রাকৃতিক ফাইবারঃ

  • প্রাকৃতিক ফাইবার গুলোর জন্ম হয় প্রকৃতিতেই। 
  • যেমনঃ গাছ, খনি, প্রাণী থেকে প্রাকৃতিক ফাইবার নেওয়া হয়। 
  • তাছাড়া প্রাকৃতিক ফাইবারে স্পিনিং এর প্রয়োজন হয় না। 
  • কারণ হল প্রাকৃতিক ফাইবারে ফিলামেন্ট প্রকৃতিগতভাবে হয়ে থাকে। 
  • প্রাকৃতিক ফাইবারের মধ্যে প্রাকৃতিক রং থাকে। যেমনঃ ধূসর, বাদামি ইত্যাদি।
  • টেক্সটাইল শিল্প কারখানায় প্রাকৃতিক ফাইবারের চাহিদা কৃত্তিম ফাইবারের তুলনায় অনেক বেশি হয়।
  • প্রাকৃতিক ফাইবারে ক্রিম্প দিতে হয় না। 
  • কারণ হল প্রাকৃতিক ফাইবারে ক্রিম্প প্রাকৃতিকভাবে দেওয়া থাকে।
  • কৃত্তিম ফাইবারের তুলনায় প্রাকৃতিক ফাইবারের দাম অনেক বেশি হয়ে। 
  • তবে প্রাকৃতিক ফাইবার টেকসই কম হয়।
  • প্রাকৃতিক ফাইবারে ময়লা ও অপদ্রব্য লেগে থাকে।
  • প্রাকৃতিক ফাইবারের দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণের হয়।
  • কৃত্রিম ফাইবারের তুলনায় প্রাকৃতিক ফাইবারের ব্যবহার অনেক কম হয়। 
  • প্রাকৃতিক ফাইবারের চাহিদা অনেক বেশি হয়।
  • আর এই ফাইবার আগুনে পুড়লে ছাই হয়ে যায়।

কৃত্রিম ফাইবার
কৃত্রিম ফাইবার

কৃত্রিম ফাইবার কি?

যে ফাইবার মানুষ দ্বারা তৈরি করা হয় তাকে কৃত্রিম ফাইবার বলে।

কৃত্তিম ফাইবারঃ

  • কৃত্তিম ফাইবার হল মানুষের তৈরি ফাইবার। 
  • ইহা বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণ দ্বারা তৈরি হয়। 
  • কৃত্রিম ফাইবারের ফিলামেন্ট বিভিন্ন স্পিনিং পদ্ধতিতে তৈরি করা হয়ে থাকে। যেমনঃ ওয়েট স্পিনিং ও ড্রইং স্পিনিং। 
  • আর যখন ফিলামেন্ট তৈরি করা হয়। 
  • তখন কৃত্রিম ফাইবারকে ইচ্ছে মতো রং করা সম্ভব হয়। 
  • তাছাড়া পোশাকে কৃত্রিম ফাইবারের চাহিদা মোটামুটি ভাল। 
  • কিন্তু অন্যান্য কাজের জন্য এই কৃত্রিম ফাইবারের চাহিদা তুলনামূলক অনেক বেশি হয়।
  • ফিলামেন্ট তৈরি করা শেষ হলেই এ ফাইবারে ক্রিম্প দিতে হয়।
  • কৃত্রিম ফাইবারের দাম তুলনামূলক অনেক কম। 
  • তাছাড়া এই ফাইবার অনেক টেকসই হয়। 
  • কৃত্তিম ফাইবার সবসময়ই পরিষ্কার থাকে। 
  • মানুষের উপর নির্ভর করে কৃত্রিম ফাইবারের দৈর্ঘ্য নির্বাচন করা হয়।
  • কৃত্রিম ফাইবার অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। 
  • পোশাকে তুলনায় অন্যান্য খ্যাতে এ ফাইবারের চাহিদা অনেক বেশি হয়। 
  • আর এই ফাইবার আগুনে পুড়লে ছোট ছোট গুটির দানার মতো হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন