রিয়েক্টিভ প্রিন্টেড ফেব্রিক রেডিশ হয়ে যায় কেন?

রিয়েক্টিভ প্রিন্ট ফেব্রিক রেডিশ হয়ে যাওয়ার প্রবনতা অনেক বিষয়ের উপর নির্ভর করে হতে পারে। সেগুলো নিচে দেওয়া হলঃ

  • ফেব্রিক কন্সট্রাকশনে যদি কটন
  • ভিসকস ছাড়া অন্য কোন উপাদান থাকে। 
  • যেমনঃ নাইলন, পলিয়েস্টার ইত্যাদি থাকলে।
  • ফেব্রিকের পিএইচ এর সমস্যা হলে।
  • ডাইসের সমস্যা হলে
  • কালার কম্বিনেশনের সমস্যা থাকলে।
  • রিয়্যাক্টিভ ওয়াশিং প্রসেসের সমস্যা হলে
  • রিয়্যাক্টিভ ওয়াশিং ইনগ্রিডেন্টস এর সমস্যা হলে
  • রিয়্যাক্টিভ প্রিন্ট প্রোপারলি ড্রাই না হলে
  • সোডিয়াম বাই কার্বনেট সহ বাকি কেমিক্যাল ভাল না হলে ইত্যাদি। 

রিয়েক্টিভ প্রিন্টেড ফেব্রিক রেডিশ হয়ে গিলে সমাধানের উপায়?

রোটারি মেশিনের তাপমাত্রা ১৩০°c এর উপরে দেওয়া যাবে না। অনলাইন প্রসেস রাখতে হবে প্রিন্ট এর পরে সাথে সাথে স্টীম ওয়াশ করতে হবে। এরপর স্টেনটারে ১ প্যাডারে ফিক্সিং ই সি ও ২%-৩% ব্যবহার করতে হবে। তাহলে রেডিশ ভাব আসার সম্ভাবনা কমে যাবে।
রিয়েক্টিভ প্রিন্টিং
রিয়েক্টিভ প্রিন্টিং

কালার কম্বিনেশন সামান্য পরিমাণে ব্লু+লেমন ইয়োল দিতে হবে। অথবা টার্কিশ যোগ করে দেয়া যেতে পারে গ্রীনিশ ভাব করার জন্য। তাছাড়া কালার পেষ্টে ইউরিয়ার শতকরা হার সঠিক রাখতে হবে। পূর্বের প্রিন্ট ফেব্রিকের Ph চেক করে নিতে হবে।

এছাড়াও প্রিন্ট করার সময় ড্রায়ারের টেম্পারেচার সব সময় ১২০°C - ১৩০°C রাখতে হবে। আর লুপ মেশিনে ষ্টীম কম বেশি করে দেখা যেতে পারে। যেমনঃ (৮০০/১০০০/১২০০/১৫০০ ) সেকেন্ড টাইম ৭-১০ মিনিট হতে পারে। এছাড়াও ফিনিশিং এর সময় H.Fixing ECO দিতে হবে। 

ভিসকোস ফেব্রিকের জন্য সঠিক ডাইজ কম্বিনেশন হল মনো ক্লোরো ট্রাইএজিন (MCT) গ্রুপের ডাইজ। যেখানে ভিনাইল সালফোন গ্রুপের ডাইজ ব্যবহার করলে এটা কম্পলেক্স সল্ট ফর্ম করে। আর ঠিক একারণে ফেব্রিক ফাইবার অনুযায়ী ডাইজ সিলেক্ট করতে হবে। রিয়েক্টিভ ডাইজ কালারের টোন দুই ধরনের হয়। 

যেমনঃ একটি রেডিশ আরেকটা গ্রীনিশ হয়। রেডিশ ব্লাকের সাথে রেড + গোল্ডেন ইয়োলো ব্যবহার না করাই অনেক ভাল। তবে ভিসকোস হিটে ব্রাউন হয়ে রেড এমনিতেই বাড়িয়ে দেয় কটনের তুলনায়। ইউরিয়া ৩০ গ্রাম পার লিটার দিয়ে স্টেনটারে ফিনিশ করলে রেডিশ ভাব কেটে যাবে। এরপর পিউর ব্লাকের জন্য নোভাক্রন Huntsman এর ব্লাক ডাইজ টা ব্যবহার করা অনেক ভাল।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন