টুইস্ট মাল্টিপ্লায়ার কি | সুতাভেদে টুইস্ট মাল্টিপ্লায়ারের তালিকা

টুইস্ট মাল্টিপ্লায়ার কি?

টুইস্ট মাল্টিপ্লায়ার একটি ধ্রুব সংখ্যা। যা সংক্ষেপে T.M নামে পরিচিত। সুতার পাক অর্থাৎ টুইস্ট নির্বাচনের জন্য এই ধ্রুব সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। T.M বা  টুইস্ট মাল্টিপ্লায়ার প্রতি ইঞ্চিতে সুতার পাক ও ঐ সুতার কাউন্টের বর্গমূলের অনুপাত। 

অর্থাৎ T.M = T.P.I ÷ √(count)

কেবলমাত্র সুতার একক দৈর্ঘ্যে প্রতি পাক সংখ্যা দ্বারা তার গুণাগুণ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। তাই সুতার গুণাগুণ জানার জন্য টুইস্ট ফ্যাক্টর বা টুইস্ট মাল্টিপ্লায়ার (TM) ব্যবহার করা হয়। যা সুতার কাউন্ট সম্পর্কে ধারণা ছাড়াই উক্ত সুতার পাকের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেয়। আর এ টুইস্ট মাল্টিপ্লায়ার একটি ধ্রুব সংখ্যা। 

সুতার টুইস্ট
সুতার টুইস্ট


যার মান বিভিন্ন কাউন্টের সুতার জন্য বিভিন্ন হয়। সুতার কাউন্ট একই রেখে টুইস্ট মাল্টিপ্লায়ারের মান পরিবর্তন করে পাক সংখ্যার পরিবর্তন করা যায়। আর এ টুইস্ট মাল্টিপ্লায়ারের মান কত হবে তা প্রধানত অভিজ্ঞতা, সুতার মান, সুতার ব্যবহার, ফাইবারের স্ট্যাপল দৈর্ঘ্য, বৈশিষ্ট্য ইত্যাদির উপর নির্ভর করে। টুইস্ট মাল্টিপ্লায়ার সুতা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

ক্রেপ সুতা, টানা সুতা ইত্যাদি শক্ত পাকের সুতা আর হোসিয়ারি সুতা, পড়েন সুতা ইত্যাদী নরম পাকের সুতা। টুইস্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে সূতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়ঃ
  • শক্ত পাকের সুতা যেমনঃ ক্রেপ সুতা, টানা সুতা।
  • নরম পাকের সুতা, যেমনঃ পড়েন সুতা ইত্যাদি। 

সুতাভেদে টুইস্ট মাল্টিপ্লায়ারের তালিকা?

নিচে সুতাভেদে ব্যবহৃত মাল্টিপ্লায়ারের মান দেওয়া হল। তবে এ মান একটি মডেলের ব্যবহারে বাধ্যবাধকতা নেইঃ

সুতার শ্রেণী  → টিএম রেঞ্জ → সাধারণত ব্যবহৃত মান
  • ক্রেপ সুতা= ৪.৭৫ বা বেশি → ৬.০
  • টানা সুতা= ৩.৭৫-৪.৭৫  → ৪.৫
  • পড়েন সুতা = ৩.০০-৩.৭৫ → ৩.৫
  • হোসিয়ারি সুতা= ২.৫০-৩.০০ → ২.৫

কাউন্টভেদে টুইস্ট মাল্টিপ্লায়ারের মান?

সুতার কাউন্ট → টিএম এর মান
  • ২০s-৪০s = ৪.৪
  • ৪০s-৬০s = ৪.২-৪.৩
  • ৬০s-৮০s = ৪.০-৪.৩
  • ৮০s-১০০s = ৩.৬-৩.৭
বিভিন্ন ধরনের জুট সুতার ক্ষেত্রে টুইস্ট ফ্যাক্টর (Twist factor বা K) এর মান নিম্নরূপঃ
  • হেসিয়ান ওয়ার্প সুতা, K= ১২ বা ১৩
  • হেসিয়ান ওয়েফট সুতা, K= ১১ বা ১২
  • স্যাকিং ওয়ার্প সুতা, K= ১৩ বা ১৪
  • স্যাকিং ওয়েফট (২৫ পাউন্ড/স্পাইন্ডেল পর্যন্ত), K= ১১ বা ১২
  • স্যাকিং ওয়েফট (২৫ পাউন্ড/স্পাইন্ডেলের উপর), K= ১০ বা ১১ 
  • দড়ি তৈরির সুতা, K= ১৮
  • হার্ড টুইস্টেড ওয়ার্প সুতা, K= ১৫ বা ১৬
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন