ব্যাংক হিসাব কি | ব্যাংক হিসাব কত প্রকার ও কি কি

ব্যাংক হিসাব কি?

ব্যাংক তার নিজস্ব নথিপত্র যে পৃথক নাম, হিসাব নম্বর ও ঠিকানার মাধ্যমে তার প্রত্যেক আমানকারীর জমাকৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, উত্তোলনের  সুযোগ দেয় এবং গ্রাহকের সাথে সকল ব্যাংকিং সম্পর্ক রক্ষা করে তাকে ব্যাংক হিসাব বলে৷ 

বিভিন্ন মনীষীগণ ব্যাংক হিসাবকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করেছেনঃ

Lewis.E.Davids এর মতে, ব্যাংক হিসাব ব্যাংকার ও গ্রাহকের মধ্যকার এমন একটি চুক্তিবদ্ধ সম্পর্ক, যা দ্বারা নির্ধারিত ফি এর বিনিময়ে গ্রাহককে সেবা প্রদান করা হয়৷ (Bank account is a contractual agreement Between a bank and its customer allowing the customer to use Bank services for a face)।

Prof hardson এর মতে, ব্যাংক যে হিসাবের মাধ্যমে গ্রাহকের সাথে লেনদেন করে তাকে ব্যাংক হিসাবে বলে৷ সুতরাং বলা যায় যে ব্যাংক হিসাব হল মক্কেলের সাথে ব্যাংকের সম্পর্ক রক্ষা ও আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম৷ 
ব্যাংক হিসাব কত প্রকার
ব্যাংক হিসাব কত প্রকার

ব্যাংক হিসাব কত প্রকার ও কি কি?

বর্তমান সমাজে বিভিন্ন পেশার ও বিভিন্ন আয়ের লোক রয়েছে৷ আর এসব লোকদের পছন্দ ও চাহিদা  বিভিন্ন রকম বিধায় তাদের সুবিধা অনুযায়ী ব্যাংকে বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়েছে৷ সাধারণত ব্যাংকে যে সব ধরনের হিসাব খোলা যায় তা নিচের আলোচনা করা হলঃ
১. চলতি হিসাব
২. স্থায়ী হিসাব 

স্থায়ী হিসাব আবার দুই প্রকারঃ

  • সাধারণ স্থায়ী হিসাব 
  • বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব 

৩. সঞ্চয়ী হিসাব

সঞ্চয়ী হিসাব আবার পাঁচ প্রকারঃ

  • গৃহ সঞ্চয়ী হিসাব
  • স্কুল সঞ্চয়ী হিসাব
  • শ্রমিক সঞ্চয়ী হিসাব
  • মহিলা সঞ্চয়ী হিসাব
  • বীমা সঞ্চয়ী হিসাব
  • পৌনঃপুনিক হিসাব

৪. বিবিধ হিসাব 

বিবিধ হিসাব আবার তিন প্রকারঃ

  • ঋণ হিসাব 
  • বৈদেশিক মুদ্রা হিসাব
  • ডিপোজিট পেনশন স্কিম

চলতি হিসাব কি? 

যে হিসাবে আমানতকারিগণ ব্যাংকের কার্যকালীন সময়ে একাধিকবার টাকা জমা রাখতে ও উত্তোলন করতে পারে সে হিসাবকে চলতি হিসাব বলা হয়। 

চলতি হিসাবে টাকা জমা রাখা বাবদ আমানতকারিগণ ব্যাংক থেকে কোন সুদ পায় না৷ চলতি হিসাবের আমানতকারিগণ ব্যাংক থেকে ঋনের সুবিধা পেয়ে থাকে৷ 

স্থায়ী হিসাব কি?  

যে হিসাবে একটি নির্দিষ্ট সময়ে জন্য ব্যাংকে টাকা জমা রাখা হয় এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সাধারণত টাকা উওোলন করা যায় না, তাকে স্থায়ী হিসাব বলে৷ স্থায়ী হিসাবের জন্য আমানতকারী নির্দিষ্ট হারে সুদ পেয়ে থেকে৷ স্থায়ী হিসাব দুই ধরনের হয়ে থাকে 

সাধারণ স্থায়ী হিসাব কি?

যে স্থায়ী হিসাবের মাধ্যমে ন্যূনতম ৩ মাস এবং বেশি ভাগ ক্ষেত্রে ৩ বৎসর বা ততোধিক সময়ের জন্য টাকা জমা রাখা হয় তাকে সাধারণ স্থায়ী হিসাব বলা হয়৷ এ হিসাবের জন্য উচ্চহারে সুদ দেয়া হয়৷ 

বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব কি?

যে স্থায়ী হিসাবের জমাকৃত টাকা ৭ দিনের নোটিশ অন্তে পরিশোধিত হয় এবং নির্দিষ্ট হারে ব্যাংক সুদ প্রদান করে তাকে  বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব বলে৷ 

সঞ্চয়ী হিসাব কি?  

যে হিসাবে ব্যাংকের কার্যকালীন সময়ে একাধিকবার টাকা জমা রাখা যায়৷ কিন্ত জমাকিৃত টাকা সপ্তাহে মাত্র দু'বারের বেশি উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়৷ 

সঞ্চয়ী হিসাবের আমানতকারিগণ ব্যাংক থেকে স্বল্পহারে সুদ পেয়ে থাকে৷ সঞ্চয়ী  হিসাবের আমানতকারিগণ সাধারণত ব্যাংক থেকে ঋণের সুবিধা পায় না৷ 

নিচে সঞ্চয়ী হিসাবের বিভিন্ন  শ্রেণিসমূহ সম্পর্কে আলচনা করা  হলোঃ

গৃহ সঞ্চয়ী হিসাব কি?

যে হিসাবের মাধ্যমে পরিবারের সদস্যদের ভেতর সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করা হয় তাকে গৃহ সঞ্চয়ী হিসাব বলা হয়৷ গৃহ সঞ্চয়ী হিসেবে টাকা জমা রাখার জন্য ব্যাংক আমানতকারীর গৃহে সীল করা বাক্স অথবা সীল করা কৌটা সররাহ করে থাকে৷ 

নির্দিষ্ট সময় অন্তর ব্যাংক কর্মচারী বাক্স খুলে জমাকৃত অর্থ আমানতকারীর হিসাবে জমা করে থাকে৷ আর এ হিসাবের জন্য ব্যাংক স্বল্প হারে সুদ দিয়ে থাকে৷ 

স্কুল সঞ্চয়ী হিসাব?

যে হিসাবের মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীদের ভিতর সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করা হয়ে থাকে তাকে স্কুল সঞ্চয়ী হিসাব বলা হয়৷ ছাত্র ছাত্রীরা দৈনিক হাত খরচা ও টিফিন বাবদ যে টাকা পেয়ে থাকে তা থেকে সঞ্চয় করে সঞ্চয়সমূহ ব্যাংকে জমা রাখে৷ আর এ হিসাবের জন্য ব্যাংক স্বপ্লহারে সুদ দিয়ে থাকে৷ 

শ্রমিক সঞ্চয়ী হিসাব কি?

যে হিসাবের মাধ্যমে শিল্পাঞ্চলের শ্রমিকদের ভিতর সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করা হয়ে থাকে তাকে শ্রমিক সঞ্চয়ী হিসাব বলা হয়৷ শ্রমিক সঞ্চয়ী হিসাবের মাধ্যমে শ্রমিকগণ তাদের ক্ষদ্র সঞ্চয়সমূহ ব্যাংকে জমা রাখে৷ আর এ হিসাবের জন্য ব্যাংক স্বল্পহারে সুদ দিয়ে থাকে৷ 

মহিলা সঞ্চয়ী হিসাব কি?  

যে হিসাবের মাধ্যমে  মহিলাদের বিশেষতঃ পর্দাশীল মহিলাদের ভিতর সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করা হয়ে থাকে তাকে মহিলা সঞ্চয়ী হিসাব বলা হয়৷ মহিলা সঞ্চয়ী হিসাব পরিচালিত ব্যাংকসমূহ মহিলা দ্বারা পরিচালিত হয়ে থাকে৷ 

অন্যান্য সঞ্চয়ী হিসাবের আমানতকারি যে সমস্ত সুযোগ -সুবিধা পেয়ে থাকে৷ ঠিক তেমনিভাবে এ হিসাবের আমানতকারিগণও একই ধরনের  সুযোগ সুবিধা পেয়ে থাকে৷ 

বীমা সঞ্চয়ী হিসাব কি?

এই হিসাবের মাধ্যমে আমানতকারী এক সাথে সঞ্চয়ী হিসাবের সুবিধা  ও বীমার সুবিধা পায়৷ 

পৌনঃপুনিক হিসাব কি?

যে হিসাবের মাধ্যমে আমানতকারী নির্দিষ্ট মেয়াদের মধ্যে  পুনঃপুন অর্থ জমা দিতে পারে এবং মেয়াদশেষে একসাথে বা কিস্তিতে টাকা উত্তোলন করতে পারে তাকে পৌনঃপুনিক হিসাব বলে৷ এ হিসাবে সঞ্চয়ী হিসাব থেকে অধিক হারে সুদ প্রদান করা হয়৷ 

উপরোক্ত হিসাবসমূহ ব্যতীত ব্যাংক নিম্নোক্ত হিসাবসমূহ খোলা যায়ঃ

ঋণ হিসাব কি?

যে হিসাবে ঋণ গ্রহীতাকে মঞ্জুরীকৃত ঋণ নগদে না দিয়ে ঋণ গ্রহীতার নামে জমা রাখা হয়, উক্ত হিসাবকে ঋণ হিসাব বলা হয়৷ ঋণ গ্রহীতা প্রয়োজন অনুযায়ী চেকের মাধ্যমে ঋণের টাকা উওোলন করা থাকে৷ 

বৈদেশিক মুদ্রা হিসাব কি?

যে হিসাবের মাধ্যমে বিদেশে কর্মরত ব্যক্তিগণের অর্জিত টাকা দেশে অবস্থিত কোন ব্যাংকে জমা রাখা হয় তাকে বৈদেশিক মুদ্রা হিসাব বলা হয়৷ 

আমানতকারী নিজে অথবা মনোনীত যে কেহ এ জাতীয় হিসাব পরিচালনা করে থাকে৷ এ হিসাবের জন্য ব্যাংক আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে৷ 

ডিপোজিট পেনসন স্কীম কি?   

যে হিসাবে জমাকৃত টাকার মাধ্যমে আমানতকারীদের ভবিষ্যতে পেনশনের সুযোগের ব্যবস্থা করা হয়, তাকে ডিপোজিট পেনশন স্কীম বলা হয়৷ 

আমানতকৃত টাকা চুক্তি অনুযায়ী মাসিক কিস্তির মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়৷ এ হিসাবের জন্য ব্যাংক আমানতাারীকে চক্রবৃদ্ধি হারে সুদ দিয়ে থাকে৷ 

পরিশেষে বলা যায় ব্যাংকের উপরোক্ত বিভিন্ন প্রকার হিসাবের ক্ষেত্রে আমানতকারীগণের সুযোগ সুবিধাও বিভিন্ন প্রকারের হয়ে থাকে অর্থাৎ সুযোগ সুবিধার তারতম্য ঘটে থাকে৷ 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন