বস্ত্র বিশ্লেষণ কি | বস্ত্র বিশ্লেষণের উদ্দেশ্য | বস্ত্র বিশ্লেষণের প্রয়োজনীয়তা

বস্ত্র বিশ্লেষণ কি?

একটি নমুনা কাপড় থেকে ঠিক অনুরূপ একটি কাপড় তৈরি করার জন্য যে পদ্ধতিতে নমুনা কাপড়ের ঠিক অনুরুপ কাপড় প্রস্তুতের উদ্দেশ্যে যাবতীয় গুণাগুণ ও বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খরুপে বিশ্লেষণ করে জেনে নেওয়া হয় তাকে বস্ত্র বিশ্লেষণ বলে।

বস্ত্র বিশ্লেষণ
বস্ত্র বিশ্লেষণ

এক কথায় বস্ত্র বিশ্লেষণ বলতে একটি নির্দিষ্ট কাপড়ের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়াকে বুঝায়। কিছু কিছু ক্ষেত্রে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো জেনে নেওয়ার জন্যও বস্ত্র বিশ্লেষণের প্রয়োজন হয়। 

বস্ত্র বিশ্লেষণের উদ্দেশ্য?

  • সরবরাহকৃত নমুনা কাপড় থেকে ঠিক অনুরূপ একটি কাপড় তৈরি করা। 
  • কাপড়ের যাবতীয় গুণাগুণ জেনে নেওয়া।
  • কাপড়ের বৈশিষ্ট্যসমূহ যেমনঃ টানা, পড়েন, সুতার কাউন্ট, ফাইবারের ধরন ইত্যাদি জেনে নেওয়া। অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে কাপড় সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করার জন্য।
  • কাপড়ের কোন দিক উপর বা সদর অর্থাৎ ফেইস সাইড।
  • কাপড়ের কোন বরাবর টানা ও বরাবর পড়েন।
  • কাপড়ের ইঞ্চি প্রতি টানা ও ইঞ্চি প্রতি পড়েন সংখ্যা নির্ণয় অর্থাৎ একক দৈর্ঘ্যে টানা ও পড়েন সংখ্যা নির্ণয়।
  • নমুনা কাপড়ের টানা ও পড়েন সুতার কাউন্ট নির্ণয়। 
  • কাপড়ের উইভ স্ট্রাকচার অথবা ডিজাইন নির্ণয় করা। 
  • ডিজাইনে রিপিটের আকার নির্ণয়ের পর ড্রাফটিং ও লিফটিং প্ল্যান নির্ণয় করা। 
  • টানা ও পড়েন সুতায় রকম অর্থাৎ টানা সুতা ও পড়েন সুতা কোন আঁশের তৈরি তা নির্ণয়।
  • টানা ও পড়েন সুতায় রকম অর্থাৎ টানা সুতা ও পড়েন সুতা কোন আঁশের তৈরি তা নির্ণয়।
  • টানা ও পড়েন সুতার আলাদা আলাদা পাকের সংখ্যা নির্ণয় করা।
  • রিড কাউন্ট ও হিল্ড কাউন্ট বের করা।
  • কাপড়ের নির্দিষ্ট ইউনিটের ওজন বাহির করা।
  • সুতার কোন আলাদা প্যাটার্ন থাকলে তা বাহির করা।
  • টানা বা পড়েন সুতা ব্লেন্ডেড হলে তা কোন সুতা কতটুকু অর্থাৎ শতকরা কত তা নির্ণয় করা। 
  • টানা বা পড়েন আলাদা আলাদা কতটুকু সুতার প্রয়োজন তা নির্ণয় করা।
  • কাপড় তৈরি করতে কি ধরনের তাঁতের প্রয়োজন তা নির্ণয় করা। 
  • কাপড় ও সুতার বাণিজ্যিক নাম যদি থাকে তা নির্ণয় করা।
  • কাপড়টি ফিনিশড নাকি আনফিনিশড তা বাহির করা।
  • রঙিন সুতার বেলায় কী রঙের সুতা তা বাহির করা। 
  • যদি সম্ভব হয় তবে কাপড়ের বহর ও দৈর্ঘ্য নির্ণয় করা।
 

বস্ত্র বিশ্লেষণের প্রয়োজনীয়তা?

একটি কাপড়ের থেকে হুবহু অনুরূপ একটি কাপড় তৈরি করার জন্য পূর্ববর্তী কাপড়টি বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। পূর্ববর্তী কাপড় অর্থাৎ নমুনা কাপড়টি কীসের তৈরি অর্থাৎ কোন আঁশের তৈরি, কত কাউন্টের সুতা দ্বারা তৈরি, টানা ও পড়েন সুতা মোটা, চিকন অথবা প্লাই কি না, ডিজাইন কীরকম ইত্যাদি যাবতীয় বিষয় জানা জন্য বস্ত্র বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। নিচে বস্ত্র বিশ্লেষণের প্রয়োজনীয়তা দেওয়া হলঃ
  • হুবহু একটি কাপড়ের অনুরূপ কাপড় তৈরীর জন্য বস্ত্র বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
  • কাপড়ের যাবতীয় বৈশিষ্ট্য জেনে তৈরিকৃত কাপড়ের গুণাগুণের সাথে মিলানোর জন্য বস্ত্র বিশ্লেষণের প্রয়োজন।
  • টেক্সটাইল সংক্রান্ত বিষয়ে কোন অপরাধ সংঘটিত হলে তা বস্ত্র বিশ্লেষণের মাধ্যমে শনাক্তকরণের জন্য প্রয়োজন।
  • আমদানি রপ্তানির ক্ষেত্রে কাপড়ের প্রকার জেনে নিয়ে সরকারি শর্তসমূহের সাথে মিলিয়ে শুল্ক আদায়ের জন্য বস্ত্র বিশ্লেষণের প্রয়োজন। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন