কম্বাইন্ড টুইল (Combined Twill) কি?
দুইটি একই অথবা ভিন্ন ভিন্ন রিপিট বিশিষ্ট ক্রামাগত টুইল টানা বরাবর অথবা পড়েন বরাবর সংমিশ্রণে যে টুইল গঠিত হয়৷ তাকে কম্বাইন্ড টুইল বলে৷ বিভিন্ন ধরনের নতুন ডিজাইন ফুটিয়ে তোলার জন্য এই কম্বাইন্ড অথবা মিশ্র টুইল তৈরি করা হয়৷
কম্বাইন্ড টুইলের বৈশিষ্ট্য?
- ইহা দুইটি ক্রমাগত টুইলের সংমিশ্রণের ফলে তৈরি হয়৷
- একই রিপিট সাইজের বা ভিন্ন ভিন্ন রিপিট সাইজের টুইল দ্বারা কম্বাইন্ড টুইল গঠন করা যায়৷
- ড্রাফটিং সাধারণত স্ট্রেইট ড্রাফট হয়৷
- সাধারণত গরম কাপড়ের জন্য এ ধরনের উইভ ব্যবহার করা হয়৷
কম্বাইন্ড টুইলের গঠনপ্রণালি?
কম্বাইন্ড টুইল বিভিন্ন নিয়মে বা বিভিন্নভাবে গঠন করা যায়৷ যখন সমান সংখ্যক মূল টুইল নিয়ে একত্র করা তখন নিম্নলিখিত নিয়মাবলি অনুযায়ী
কম্বাইন্ড টুইল গঠন করা হয়ঃ- দুইটি সমান সংখ্যক রিপিট সাইজের ডিজাইন নিয়ে টানা বরাবর অথবা পড়েন বরাবর কম্বাইন্ড টুইল গঠন করা হয়৷
- টানা বরাবর কম্বাইন্ড টুইলের জন্য মূল টুইলে দ্বিগুণ সংখ্যক টানা এবং সমসংখ্যক পড়েন নিয়ে কম্বাইন্ড টুইলের রিপিট নির্বাচন করা হয়৷
- পড়েন বরাবর কম্বাইন্ড টুইলের জন্য মূল টুইলে দ্বিগুণ সংখ্যক পড়েন এবং সমসংখ্যক টানা সুতা নেওয়া হয়৷
- যদি টানা বরাবর কম্বাইন্ড টুইল গঠনে মূল ক্রমাগত টুইল দুইটির টানা সুতাগুলো ভিন্ন ভিন্ন নামকরণ করে কম্বাইন্ড টুইলের বেজোড় সংখ্যক টানা সুতার স্থানে একটি মূল টুইল এবং জোড় সংখ্যক টানার স্থানে অপর মূল টুইলটি স্থাপন করে কম্বাইন্ড টুইল গঠন করা হয়৷
- যদি পড়েন বরাবর কম্বাইন্ড টুইল গঠন মূল ক্রমাগত টুইল দুইটি থেকে বেজোড় সংখ্যক পড়েন সুতার স্থানে একটি মূল টুইল এর টানা ও জোড় সংখ্যক পড়েন সুতার স্থানে অপর মূল টুইলটি স্থাপন করে কম্বাইন্ড টুইল গঠন করা হয় তখন অসমান সংখ্যক মূল টুইল নিয়ে একত্র করে কম্বাইন্ড টুইল গঠন করা হয় তখন নিম্নলিখিত নিয়মাবলি মেনে চলা হয়ঃ
- প্রথম মূল অসমান টুইল দুইটির লসাগু নির্ণয় করতে হবে৷
- যদি টানা বরাবর কম্বাইন্ড টুইল গঠন করা হয় তবে টানা সুতার সংখ্যা লসাগু এর দ্বিগুণ হবে এবং পড়েন সুতার সংখ্যা লসাগু এর সমান হবে৷
- যদি পড়েন বরাবর কম্বাইন্ড টুইল গঠন করা হয় তবে পড়েন সুতার সংখ্যা লসাগু এর দ্বিগুণ হবে এবং টানা সুতার সংখ্যা লসাগু এর সমান হবে৷
- টানা বরাবর কম্বাইন্ড টুইলের ক্ষেত্রে রিপিট সাইজ নির্ধারণ করে মূল টুইলের প্রতিটি টানা সুতাকে ভিন্ন ভিন্ন নামে নামকরণ করে তৈরিকৃত টুইলের বেজোড় সংখ্যক স্থানে একটি মূল টুইল ও জোড় সংখ্যক স্থানে একটি মূল টুইল এভাবে কম্বাইন্ড টুইল গঠিত হয়৷
- পড়েন বরাবর কম্বাইন্ড টুইলের ক্ষেত্রে রিপিটের আকার নির্ধারণ করে মূল টুইলের প্রতিটি পড়েন সুতাকে ভিন্ন ভিন্ন নামে নামকরণ করে তৈরিকৃত টুইলের বেজোড় সংখ্যক পড়েনের স্থানে একটি মূল টুইল ও জোড় সংখ্যক পড়েন স্থানে অন্য মূল টুইল স্থাপন করে কম্বাইন্ড টুইল গঠিত হয়৷
- টানা বরাবর কম্বাইন্ড টুইলের ক্ষেত্রে ব্রোকেন ড্রাফট এবং পড়েন বরাবর কম্বাইন্ড টুইলের ক্ষেত্রে স্ট্রেইট ড্রাফট পাওয়া যায়৷
উদাহরণঃ
যদি মূল টুইল দুইটি যথাক্রমে (৪ × ৪) ও (৫ × ৫) হয় তবে কম্বাইন্ড টুইল যা নিম্নে দেওয়া হলঃ ৪ ও ৫ এর লসাগু ২০ অতএব কম্বাইন্ড টুইলের রিপিট (৪০ ×২০) টানা বরাবর এবং পড়েন বরাবর (২০ × ৪০)৷
ড্রাফটিং ও লিফটিংসহ কম্বাইন্ড টুইল?
|
টানা বরাবর কম্বাইন্ড টুইল
|
|
পড়েন বরাবর কম্বাইন্ড টুইল |
কম্বাইন্ড টুইলের ব্যবহার?
- বিভিন্ন ধরনের গরম পোশাক তৈরিতে কম্বাইন্ড টুইল ব্যবহার হয়৷ উলেন ও এরস্টেড ইন্ডাস্ট্রিতে এই ধরনের টুইল ব্যবহৃত হয়৷
- গরম পোশাক তৈরির এই উইভ ব্যবহৃত হয়
- উলেন পোশাক তৈরিতে এই উইভ ব্যবহৃত হয়৷
- ওরস্টেড ইন্ডাস্ট্রিতে এই উইভ ব্যবহার করা হয়৷
- উল সুতার ডিজাইন তৈরিতে এই উইভ ব্যবহার করা হয়৷
- বেজোর টুইল সমন্বিত ডিজাইন তৈরিতে এই উইভ ব্যবহার করা হয়৷