সুতার লট কি | লট মিক্সিং কেন ভয়ের কারণ

সুতার লট কি?

একই ব্যাচে একই সময়ে রং করা সুতার প্রতিটি ব্যাচ কিংবা লটের একই নম্বরকে সুতার লট বলে।

সুতার লট নম্বর কি?

সুতার লট নম্বর সুতা সংখ্যার সাথে সম্পর্কিত হয়। এটি একটি অনন্য শনাক্তকরণ নম্বর যা উৎপাদনের সময় রঙ্গিন সুতার একটি ব্যাচকে চিহ্নিত করে এবং একটি সুতার লেবেলে স্ট্যাম্প করা হয়। তাছাড়া একই ব্যাচে একই সময়ে রং করা সুতার প্রতিটি ব্যাচ বা লট একই লট নম্বর পেয়ে থাকে।

লট মিক্সিং কেন ভয়ের কারণ?

টেক্সটাইল স্পিনিং ইন্ড্রাস্ট্রিতে লট মিক্সিং টার্মটি বেশি ব্যবহার করা হয়। কারণ টেক্সটাইল ইন্ড্রাট্রিতে ফাইবার মিক্সিং রোধ করার জন্য আমরা একই ফাইবার বিভিন্ন কন্টিনেন্টে আমদানি করে থাকি। যেমনঃ চীন, আমেরিকা, ভারত, মিশর, উজবেকিস্তান থেকে আমরা কটন আমদানি করে থাকি। 

সুতার লট
সুতার লট

আর তাই সব জায়গার পরিবেশ কখনো এক হবে না। তাই তাদের ফাইবার কোয়ালিটি ভিন্নতা আসবে। যেমনঃ
  • ফাইবার ম্যাচুরিটি
  • কালার ইন্ডেক্স
  • ময়েশ্চার কন্টেন্ট এবং রিগেইন
  • মাইক্রনিয়ার ভ্যালু
  • স্টেপল লেংথ
  • স্থেংথ
  • ফাইননেস 
ইত্যাদির ভিন্নতা আসবে। আর এই গুলো ইয়ার্ন টু গার্মেন্টস পর্যন্ত এর প্রভাব থাকবে। বিভিন্ন সিজনে ও বিভিন্ন কারণে একই সময় আমদানিকৃত ফাইবার গুলো একই লটের হয়ে হয়ে থাকে। একই লটের ফাইবার দিয়ে বানানো ইয়ার্নের টপ টু বটম ডাইং ফিনিশিং কোয়ালিটি একই ধরনের হবে। 

মনে করেন ২০ কাউন্টের সুতা আমেরিকান পিমা কটন দিয়ে বানানো, আর মিশরের গিজা দিয়ে বানানো ইয়ার্নের কোয়ালিটি, ডাইজ পিকাপ, লেবেলিং, ( টিয়ার, টেনসাইল, ব্লাস্টিং),  টুইস্ট, সাইনিং,ফেব্রিক স্ট্রেন্থ, স্রিংকেজ কখনো একই হবে না। কারণ এদের টেকনিক্যাল স্পেসিফিকেশন ফাইবার, মাইক্রনিয়ার ভ্যালু , স্টেপল লেন্থ, স্থ্রেন্থ,  ম্যাচুরিটি, কালার ইন্ডেক্স, ফাইননেস একের অন্যের চেয়ে আলাদা হয়।

মনে করেন ২০ কাউন্টের সুতা একটা স্কয়ার, একটা আতিক থেকে কেনা, আপনি মনে করলেন কাউন্ট তো একই কিন্ত মনে রাখবেন এদের ফাইবার সোর্স ভিন্ন হয়। তবে ওভেনের ক্ষেত্রে ওয়ার্প ও ওয়েফটে আলাদা কাউন্টের সুতা থাকলেও তাদের একই লটের ফাইবারে করা লাগবে। 

এটা থেকে বুঝা যায় নীটিং ও উইভিং এর কারণে এর ইয়ার্নের লট মিক্সিং হয়। যার ফলে উইভিং এর পাট্টা / বেরি এবং নীটিং এর পাট্টা / বেরি দেখা যায় অর্থাৎ ডিপ লাইট বার মার্কের মতো আসে। এর কারণ হচ্ছে এদের এবজরবেন্সি, ম্যাচুইউরিটির ধরণ, এদের ডাইজ পিকাপ আলাদা হবে ও ভিজুয়ালি একই রোলে সেড ভ্যারিয়েশন কিংবা রোল বাই রোল সেড ভ্যারিয়েশন হবে।

ফাইনালি বুঝা যাবে ডাইং এর সময় দেখা যাবে ব্যাচ টু ব্যাচ সেডের ভ্যারিয়েশম, রোল বাই রোল সেড ভ্যারিয়েশন হচ্ছে। একই ফেব্রিকের ওয়ার্প ও ওয়েফটে আলাদা লটের ফাইবার ব্যবহার করলে দেখা যাবে ফেইসে ব্যাকে আলাদা আলাদা সেড এর মুল কারণ। যেমনঃ
  • ফাইবার ম্যাচুরিটি
  • কালার ইন্ডেক্স
  • স্টেপল লেন্থ
  • স্থ্রেন্থ
  • ফাইননেস এর ভিন্নতা
  • মাইক্রনিয়ার ভ্যালু

স্পিনিং এর মূল মানদণ্ড কি কি? 

স্পিনিং এর মুল মানদণ্ড হল (Avoid Lot Mixing)। ইয়ার্ন এমন নয় যে এটি আবার খুলে রি-স্পিন করা যাবে। তাই স্পিনিং এর সময় ১০০% সতর্কতা অবলম্বন করতে হয়। ফেব্রিকের ক্ষেত্রে ইয়ার্ন খুলে আবার নতুনভাবে লাগানো যায়, তবে তা হবে ব্যয়বহুল তাই সতর্কতা অবলম্বন করুন।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন