ইমালসিফিকেশন বলতে কি বুঝ?

ইমালসিফিকেশন কি?

সাইজিং দ্রব্যাদির মোম ও খনিজ তৈল স্যাপনিফিকেশন দ্বারা দূর করা যায় না। মোম হল উচ্চতর ফ্যাটি অ্যালকোহল এবং ফ্যাটি এসিডের এস্টার। আর এ মোম এবং খনিজ তেল ইমালসিফিকেশনের মাধ্যমে দূর করা হয়। ইমালসিফাইং এজেন্টের সাহায্যে পানিতে স্থিরভাবে ছড়ানো-ছিটানো দ্রব্য ও অপদ্রব্যকে ইমালসিফাইং বলে। 
ইমালসিফিকেশন
ইমালসিফিকেশন

আর এ প্রসেস কটন স্কাওয়ারিং এর সময় ব্যবহার করা হয়। যেখানে নন-স্যাপনিফায়াবল তৈল এবং মোমকে ইমালসিফাইং এজেন্টের মাধ্যমে দূর করা হয়। সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড ও ওয়েটিং এজেন্টের সাথে সাধারণ সাবান হল ভাল ইমালসিফাইং এজেন্ট।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close