অ্যান্টি স্ট্যাটিক ফিনিশ কি?

অ্যান্টি স্ট্যাটিক ফিনিশ কি?

পলিয়েস্টার ও পলিঅ্যামাইডের মতো ম্যান মেইড বা মানুষের তৈরি সিনথেটিক ফাইবার গুলোতে স্ট্যাটিক চার্জের সমস্যা হয়। তবে ন্যানো জিংক অক্সাইড, টাইটানিয়াম ডাই অক্সাইড, অ্যান্টিমনি ডোপড টিন অক্সাইড এর ইলেকট্রনিক কন্ডাকটিভ ন্যাচারের জন্য ও ভাল বিদ্যুৎ পরিবাহী হওয়ায় এ জাতীয় উপাদান দিয়ে এই অ্যান্টি-স্ট্যাটিক ফিনিশিং করা  হয়ে থাকে।
অ্যান্টি স্ট্যাটিক ফিনিশ
অ্যান্টি স্ট্যাটিক ফিনিশ

তাছাড়া ন্যানো পার্টিকেল গুলো যথাযথভাবে ফাইব্রিলের সঙ্গে সংযুক্ত থাকে যাতে একটি বৈদ্যুতিক পরিবাহী নেটওয়ার্ক তৈরি করা যায়। যা আইসোলেটেড চার্জেবল এলাকক ভোল্টেজ পিক তৈরীতে বাধা দেয়। আর এই ন্যানো ফিনিশ ছাড়াও এই ম্যাটেরিয়াল টেক্সটাইল শিল্পে বর্তমানে একটি সেল্ফ ক্লিনিং ও হাইড্রোফোবিক ন্যানো কোর্টিংয়ে ব্যবহার করা হচ্ছে।

তবে ন্যানো কোর্টিং জনপ্রিয়তা লাভ করার কারণটি হচ্ছে ব্যবহৃত প্রোটেকটিভ লেয়ার গুলো খালি চোখে তেমন দেখা যায় না। আর এই ফিনিশিং প্রযুক্তিটি পরিবেশ বান্ধব ও অবিষাক্ত হয়ে থাকে। ন্যানো ফিনিশ যুক্ত পোশাকগুলো রেগুলার পোশাকের চেয়ে অনেক উজ্জ্বল এ দীর্ঘস্থায়ী থাকে থাকে।

অ্যান্টি-স্ট্যাটিক ফিনিশ এর সীমাবদ্ধতা? 

সকল ধরণের ফাইবার গুলের জন্য এক্সট্রা-অর্ডানারি ফিনিশ ডেভেলপ এখন ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে খুবই কম সম্ভাবনা রয়েছে। আর এই ধরণের ফিনিশিং বাড়তে উচ্চ ব্যয় ও সময় নেওয়া টেক্সটাইল শিল্পের সামান্য বাধা সৃষ্টি করে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন