আরএমজি ফ্যাক্টরীতে নিরাপদ বহির্গমন এবং নিরাপত্তা ঝুঁকিসমূহ?

আরএসসি বা RSC অর্থাৎ আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল হল বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মক্ষেত্রের নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক ব্র্যান্ড, গার্মেন্টস নির্মাতা ও ট্রেড ইউনিয়নগুলোর সম্মিলিত একটি উদ্যোগ। যা বাংলাদেশে অগ্নি এবং ভবন নিরাপত্তায় একর্ড (Accord) এর কার্যক্রম চালিয়ে যেতে পহেলা জুন ২০২০ তারিখে আরএসসি গঠন করা হয়। 
আরএমজি
আরএমজি

আরএসসি কারখানা পরিদর্শন, সংস্কার কাজ পর্যবেক্ষণ, নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি স্বাধীন নিরাপত্তা এবং স্বাস্থ্য বিষয়ক অভিযোগের প্রক্রিয়া অব্যাহত রাখবে। 

এই কোম্পানিটির লক্ষ্য হল কর্মক্ষেত্রে বিশ্বমানের টেকসই নিরাপত্তা বিষয়ক কার্যক্রম প্রদান করা, যা কি না এর অভিনব নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সাহায্যে টেকসই ব্যবসা অব্যাহত রাখবে ও সাপ্লাই চেইন বিকাশের মাধ্যমে তৈরি পোশাক শিল্পকে আরও নিরাপদ এবং উত্তম কর্মক্ষেত্র হিসেবে গড়ে তুলবে। এই পোস্ট থেকে আপনি যা জানতে পারবেনঃ
  • অগ্নিকান্ড বা অন্য জরুরী অবস্থায় কারখানা থেকে কিভাবে নিরাপদে বহির্গমন করতে হয়।
  • আপনার কারখানার সেইফটি কমিটি ও আরএসসি অফিস আপনার কর্মক্ষেত্রে নিরাপত্তার উন্নতির জন্য কিভাবে সাহায্য করতে পারে।
  • কর্মক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিসমূহ কিভাবে চিহ্নিত করা ও নিরসন করা যায়।

আগুন লাগার ৫টি সম্ভাব্য উৎস?

  • খোলা অগ্নিশিখা এবং কাজের সময় ব্যবহৃত দাহ্য তরল পদার্থ।
  • নিম্ন মানের বৈদ্যুতিক সংযোগ।
  • আবর্জনা ও অব্যবহৃত জিনিসপত্র এলোমেলোভাবে এখানে সেখানে পড়ে থাকা।
  • ধুলাবালি এবং ময়লা জমা।
  • নিষিদ্ধ স্থানে ধূমপান করা।
  • আগুন যদি লাগে সয়ংক্রিয়ভাবে ফায়ার এলার্ম বাজতে শুরু করে।
  • আর যদি আপনি এলার্ম বাজার আগেই আগুন দেখতে পান, তবে আপনার ফায়ার এলার্ম বাজানো উচিৎ হবে।
  • নির্গমন পথগুলো কোথায় তা জেনে রাখাটা খুব জরুরী। এক্সিট ডোরগুলোর তালা খোলা রাখতে হবে ও বাঁধামুক্ত রাখতে হবে।
  • আপনার কারখানায় ফায়ার ড্রিল হওয়া প্রয়োজন যা পূর্ব ঘোষিত নয়।

কাঠামোগত ঝুঁকিসমূহ

নিম্নোক্ত ৩টি চিহ্ন থেকে বুঝা যাবে আপনার কারখানা ভবনে হয়তো কোন কাঠামোগত সমস্যা রয়েছেঃ
  • কলাম, দেয়াল বা ফাউন্ডেশনে ফাটল।
  • ক্ষয়প্রাপ্ত দেয়াল।
  • ঝুঁলে পড়া মেঝে।
আপনি যদি দেয়াল বা মেঝেতে কোন ফাটল দেখতে পান অথবা হেলে পড়া অবস্থায় দেখেন, তবে সেইফটি কমিটিকে জানান। আর একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সঠিকভাবে যাচাই করে ভবনের সংস্কার প্রয়োজন কি না তা নির্ধারণ করতে পারেন।

মেশিনের ঝুঁকিসমূহ

মেশিন চালনা করার সময়ে নিম্নোক্ত কারণে আহত হওয়ার সম্ভাবনা সব চেয়ে থাকেঃ
  • মেশিনের ঘূর্ণায়মান অংশে সুরক্ষার জন্য মেশিন গার্ড না থাকলে।
  • মেশিন অপারেটরদের প্রশিক্ষণের অভাব।
  • পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) এর স্বল্পতা।
  • মেশিন রক্ষণাবেক্ষণের অভাব।
  • নিম্ন মানের বৈদ্যুতিক সংযোগ বা অনাবৃত তার।

বৈদ্যুতিক ঝুঁকিসমূহ

সবচেয়ে বেশি ঘটিত ৩টি বৈদ্যুতিক ঝুঁকি হলঃ
  • নিম্ন মানের এবং ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ যেমনঃ পুরাতন তার, মেঝেতে পড়ে থাকা অনাবৃত তার ও মেশিনের উপর ঝুলে থাকা তার।
  • বৈদ্যুতিক আউটলেট ও বক্সগুলোতে অতিরিক্ত লোড।
  • লাইভ ওর্য়্যাস অনাবৃত বৈদ্যুতিক তার ও গ্রাউন্ডেড নয় এমন খোলা তার।

কেমিক্যালের ঝুঁকিসমূহ

  • সঠিকভাবে মজুদ ও সঠিকভাবে ব্যবহার করা না হলে কেমিক্যালের কারণে স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হতে পারে।
  • আপনি কেমিক্যাল নিয়ে কাজ করলে, সেগুলোর সম্ভাব্য ঝুঁকির বিষয়ে আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

পিছলে যাওয়া ও পড়ে যাওয়া থেকে ঝুঁকি

নিচের ৩টি সমস্যার সমাধান নিশ্চিত করার মাধ্যমে পিছলে যাওয়া ও পড়ে যাওয়া রোধ করা সম্ভবঃ
  • কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা (কাপড়/বৈদ্যুতিক তার/যন্ত্রপাতি/ আবর্জনা)।
  • পিচ্ছিল মেঝে।
  • স্বল্পমাত্রার অথবা ভাঙ্গা লাইট যার কারণে দেখার সমস্যা হয়ে থাকে।

কর্ম সংক্রান্ত ঝুঁকিসমূহ

সবচেয়ে বেশি ঘটিত ৪টি কর্ম সংক্রান্ত ঝুঁকি হলঃ
  • দীর্ঘ কর্মঘন্টা ও অপর্যাপ্ত কর্মবিরতি।
  • অপর্যাপ্ত বাতাস ব্যবস্থা অথবা অতিরিক্ত গরম মাথাব্যথা বা চামড়ার জ্বালা সৃষ্টি করতে পারে।
  • অপর্যাপ্ত আলোর ফলে চোখের উপর চাপ, মাথাব্যথা ও অবসাদ সৃষ্টি হতে পারে।
  • কর্মভঙ্গি বা কাজের পুনরাবৃত্তি যা অনাকাক্সিক্ষত শারিরীক চাপ সৃষ্টি করে।

সেইফটি কমিটিকে কাজে লাগানো

  • আপনাদের সেইফটি কমিটির মূল কাজ হল কর্মক্ষেত্রের ঝুঁকিসমূহ দূর করা।
  • সেইফটি কমিটিকে তিনটি ধাপে কাজে লাগানো যায়।
  • সেইফটি কমিটির কাউকে সমস্যার বিষয়ে জানানো।

কমিটি যখন সমস্যাটি বুঝতে পারবে, তখন ঝুঁকিটি কমানোর ক্ষেত্রে সমাধান বের করতে তাদের সহায়তা করুন।
সেইফটি কমিটিকে সমস্যাটি তদন্ত করতে দিন। বিষয়টি কেন সমস্যা সৃষ্টি করছে তা বুঝতে তাদের সহায়তা করুন।

আরএসসিকে কাজে লাগানো

কখনও কখনও সেইফটি কমিটির মাধ্যমে নিরাপত্তা সমস্যার সমাধান সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনার আরএসসি অফিসে যোগাযোগ করা উচিৎ হবে। নিরাপত্তা বিষয়ক অভিযোগ করতে যোগাযোগ করুনঃ +৮৮০ ১৭৬ ৯৯৬ ৯০০০

আরএসসি প্রাপ্ত সকল নিরাপত্তা বিষয়ক অভিযোগের তদন্ত করবেন, সেইফটি কমিটি ও কারখানার ম্যানেজারদের সঙ্গে কাজ করে সমস্যার সমাধান বের করবেন।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন