শিল্পকারখানা স্থানীয়করণ কি?

উৎপাদন ব্যবস্থার পরিকল্পনা প্রণয়নের সময় কারখানার অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্যে বিষয় হিসেবে অবশ্যই গ্রহণ করতে হবে৷ কোন কারখানা স্থাপনের পূর্বে তা কোথায় স্থাপন করা হবে এবং কেন ঐ স্থানে করা হবে তা অবশ্যই যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷ কেননা শিল্পপ্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে এর উপযোগী অবস্থান নির্বাচনের উপর নির্ভর করে৷ 
শিল্পকারখানা স্থানীয়করণ
শিল্পকারখানা স্থানীয়করণ

সেজন্য পরিকল্পনাবিদকে এমন সুবিধাজনক অবস্থান অনুসন্ধান করে বের করতে হবে। যাতে উক্ত স্থানে শিল্পকারখানা স্থাপন করলে সর্বোত্তম সুবিধা পাওয়া যায়৷ সুবিধাজনক অবস্থান অনুসন্ধান করে বের করা পরিকল্পনা ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ৷ সুবিধাজনক অবস্থানের অভাবে শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে অনেক সময় পূর্ণ দক্ষতা প্রয়োগ সত্ত্বেও প্রত্যাশিত  মুনাফা অর্জন করা সম্ভব হয় না৷

শিল্পকারখানা স্থানীয়করণ কি?

শিল্পকারখানার অবস্থান কারখানা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ উৎপাদন ব্যবস্থার নকশা প্রস্তুত করা সময় কারখানার অবস্থান কোথায় হবে তা সঠিকভাবে নির্ধারণ করতে না পারলে কারখানার সাফল্য ব্যাহত হবে৷ সুতরাং কারখানার সাফল্য বহুলাংশে এর সুযোগ ও সুবিধাজনক অবস্থান বা স্থানীয়করণের উপর নির্ভর করে৷ অনেকে কারখানার সঠিক অবস্থানের কথা বিবেচনা না করে উৎপাদন ও বণ্টন কার্যাদি চিন্তাভাবনা করে৷

যার ফলে সুবিধাজনক স্থানে কারখানা স্থাপিত না হলে উৎপাদন ও বণ্টনের কাজ অভিপ্রেত দক্ষতা ও তৎপরতার সাথে চলবে না৷ এতে মুনাফা অর্জন নাও হতে পারে৷ শিল্পপ্রতিষ্ঠানসমূহ সাধারণত নির্ধারিত এলাকা বা স্থানসমূহে অবস্থিত হয়ে থাকে৷ সকল প্রকার সুযোগ সুবিধা যাচাই করে শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করারর ব্যবস্থা নেয়া উচিত৷ কারখানা কোন স্থানে অবস্থিত হওয়ার পশ্চাতে কতকগুলো কারণ বা উপাদান থাকে৷ 

আকস্মিকভাবে বা অযথা ও অকারণে কোন শিল্পকারখানা কেন্দ্রীভূত হয় না৷ শিল্পপ্রতিষ্ঠানের স্থানীয়করণ আবার উৎপন্ন দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে৷ যেমন আসবারপত্রের কারখানা শহরে হয় অর্থাৎ অর্থাৎ বাজারের কাছে হয়৷ চিনির কল চা প্রক্রিয়াজাত কারখানা উৎপাদিত ভূমির কাছে হয়ে থাকে৷ পাটকল কোল্ডস্টোরেজ ইত্যাদি বন্দরের কাছাকাছি হয়৷ 

সেজন্য শিল্পকারখানা স্থানীয়করণ একটি গুরুত্বপূর্ণ কাজ৷ এ কাজটি উৎপাদন ব্যবস্থাপক করে থাকেন৷ তাঁকে অনেকগুলো বিকল্প অবস্থান চিহ্নিত করে সে অবস্থানকে নির্বাচিত করতে হবে যাতে শিল্পকারখানার পক্ষে পূর্ণ দক্ষতা দ্বারা অধিক মুনাফা অর্জন করা সম্ভব পর হয়৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন