কি কারণে মেজারমেন্ট প্লাস ও মাইনাস হয় | Measurement (+/-) এর সমাধান

মেজারমেন্ট প্লাস ও মাইনাস হওয়ার আসল কারণ?

  • একই লটের ফেব্রিকের রোল টু রোল স্রিংকেজ ভেরিয়েশন এই সমস্যার আসল কারণ।
  • ফেব্রিক রিলাক্সিং সঠিক না হলে এই সমস্যা হতে পারে।
  • ফেব্রিকের  স্রিংকেজ % কিংবা রেজাল্ট খারাপ হলে।
  • ফেব্রিক স্প্রেড মেশিনের গতি সীমার মধ্যে রাখা না হলে এই সমস্যা হতে পারে।
  • ফেব্রিক লে দেয়া সমাপ্ত করার পরে, এতে এয়ার প্রেসার পরিপূর্ণ ভাবে দেওয়া না হলে।
  • লে দেয়ার সময় ফেব্রিক টেনশন  ঠিকমতো না হলে।
  • ফেব্রিক হ্যান্ডলিং এর সমস্যা থাকলে।
  • স্ট্রাইপ বা ইয়ার্ন ডাইড নীটেড  ফেব্রিক কাটার সময়, স্ট্রাইপের রিপিট মেজারমেন্ট এ ভেরিয়েশন থাকলে।
  • কাটিং এর সময় ফেব্রিকের এক্সেস লে হাইট হলে।
  • একই রোলের ফেব্রিকের ভেতর রিপিট সঠিক না হলে এই সমস্যা হতে পারে।
  • কাটিং টেবিলে  ফ্যাব্রিক লে দেওয়ার সময় ফেব্রিক  টেনশনে থাকা কিংবা ফেব্রিক লুজ থাকা।
  • ফেব্রিক সেলভেজ সাইট টাইট ও মিডেলে লুজ হলে লস বা ফেব্রিক সেলভেজ লুজ হলে ও মিডেলে টাইট হলে এই সমস্যা হতে পারে। সাধারণত ডাইং ফিনিশিং এর সময়  কম্পেক্টিং ঠিক না হলে এমন লুজ টাইট হয় কাপড়।
মেজারমেন্ট টেপ
মেজারমেন্ট টেপ

মেজারমেন্ট প্লাস মাইনাস সমস্যা ঠিক করার ওয়ার্ক প্লান |Corrective Action Plan ( CAP)

  • সাধারণত স্রিংকেজ টেস্ট প্রত্যেক ব্যাচের করতে হবে ও ব্যাচ টু ব্যাচ স্রিংকেজ % কাছাকাছি কিংবা সমান হতে হবে  তা না হলে ফেব্রিক কাটা যাবে না।
  • ফেব্রিক অবশ্যই রিলাক্সে রাখতে হবে। ফেব্রিক অনুযায়ী রিলাক্স সময় ভিন্ন হবর। লাইক্রা ফেব্রিক হলে তা রিলাক্স টাইম ভাল করে কনফার্ম হয়ে পরে কাটিং লে দিতে হয়।
  • ফেব্রিক টেবিলে লে দেওয়ার সময় টেনশন টাইট কিংবা লুজ ফেব্রিক হলে একে রিলাক্সে বিছাতে হবে ও ফেব্রিক টেনশন অনুযায়ী রিলাক্সে বিছাতে হবে।
  • বিশেষ করে ফেব্রিক হ্যান্ডেলিং করার জন্য ওয়ার্কার স্টাফদের মটেভেটিং ও কাউন্সেলিং করা যে যে সমস্যা গুলো মেজারমেন্ট সমস্যার জন্য দায়ী তা তাদের গাইড করা।
  • ফেব্রিকের জিএসএম অনুযায়ী  স্প্রেডীং করার সময় মেশিনের টেনশন যথাযথ আছে কি না তা চেক করা।
  • সঠিক SOP অনুযায়ী ফেব্রিক লে হাইট নিয়ন্ত্রণ করতে হবে। এবং SOP এর ভেতর যাবতীয় রুল থাকতে হবে যা কাটিং সেকশন অনুসরণ করবেন।
  • ফেব্রিক টাইপ ও জিএসএম মেশিনের স্প্রেডিং মেশিনের  স্পিড এডজাস্ট করুন।
  • কিউসি চেকিং বাড়াতে হবে।
  • ফেব্রিক স্রিংকেজ প্যাটার্নের জন্য অবশ্যই সামঞ্জস্য করতে হবে এবং বায়ারের স্টেন্ডার্ড অনুযায়ী স্রিংকেজ রাখতে হবে।
  • ইয়ার্ন ডাইড ফেব্রিক কাটার সময় অতিরিক্ত যত্ন নেয়া একান্ত প্রয়োজন।
  • লে সম্পূর্ণ হওয়ার পরে, টেবিলের এয়ার প্রেশার  পুরোপুরি ছেড়ে দেওয়া উচিৎ ও তারপরে লে টি টানা যাবে।
  • ফেব্রিক সেলভেজ টু সেলভেজ টাইট কিংবা লুজ হলে তা না কেটে ডাই এর রিটার্ন করতে হবে রিপ্রসেসের করার জন্য। ফেব্রিক কম্পেক্ট করে দিলে তাকে কাটিং করতে হবে। 
  • একই রোল ফেব্রিকে গ্রুপ মার্কার করে কাটিং করতে হবে এতে স্রিংকেজ ভেরিয়েশন কমে যাবে। তবে পার্ট বাই পার্ট স্রিংকেজ হবে না।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন