শিডিউলিং কৌশল কি?

শিডিউলিং কৌশল (Discuss scheduling techniques) কি?

কার্য অনুসূচির মাধ্যমে বিদ্যমান কার্যপদ্ধতির উন্নয়ন সাধন করা যায়৷ এখানে মূলত বিদ্যমান কার্য কীভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে পর্যায়ক্রমিকভাবে সম্পাদন করা যায় সে ব্যবস্থার প্রতি মনোনিবেশ করা হয়েছে৷ এর কারণ প্রায় সবক্ষেত্রে কার্যসম্পাদনের জন্য কার্য অনুসূচি থাকা আবশ্যক৷ এখানে উৎপাদনে উৎপাদন ব্যবস্থাপকগণ কোন কার্যসম্পানের জন্য কার্যপদ্ধতির উন্নয়ন ও সঠিক সময়ের ভিতরে বাস্তবায়ন করার লক্ষ্যে সমস্ত ব্যাপারটিই বিশ্লেষণ করে থাকেন৷ সুষ্ঠু বিশ্লেষণের মাধ্যমে যে কোন শিডিউলিং তৈরি করা সহজ হয়৷ 

এতে কার্য যথাসময়ে সম্পন্ন হয়৷ বিদ্যমান কার্য যথাসময়ে সম্পন্ন করার কতকগুলো কৌশল রয়েছে যা এখানে স্যক্ষিপ্তাকারে আলোচনা করা হল৷ সুনির্দিষ্ট উৎপাদনের অনুসূচি (Scheduling) তৈরি করার জন্য উৎপাদন প্রক্রিয়া ও পদ্ধতি বিবেচনা করতে হয়৷ উৎপাদন পদ্ধতি বলতে সবিরাম (Intermittent) কিংবা অবিরাম (Continuous) হতে পারে৷ যদি উৎপাদন পদ্ধতি সবিরাম হয় তাহলে উৎপাদন অনুসূচি ভিন্নতর হবে৷ 
শিডিউলিং কৌশল
শিডিউলিং কৌশল

সাধারণত প্রক্রিয়া পদ্ধতিতর যন্ত্রপাতি বিন্যাস করা হয়৷ এক একটি ওয়ার্কশপে এক একটি যন্ত্র তৈরি হয় এবং পরিশেষে তাদেরকে অ্যাসেমব্লিং ওয়ার্কশপে নিয়ে সংযোজন করে উৎপাদন কার্য সম্পাদন করা হয়৷ এখানে এ কার্যগুলো তিনটি ধাপে সম্পন্ন হয়৷ প্রথম ধাপে যন্ত্রংশগুলো একটি নির্দিষ্ট সময়ে শেষ করতে হয়৷ এর জন্য পৃথক সময়সূচি তৈরি করতে হয়৷ দ্বিতীয় ধাপে সংযোজন ওয়ার্কশপে সংযোজনের জন্য নির্দিষ্ট সময় ধরা থাকে৷ এখারেও সময়সূচি তৈরি করতে হয়৷

সর্বশেষের ধাপে কাস্টম ওয়ার্ক ও ডেলিভারি পর্যায়ের কার্যক্রম৷ এখানেই একটি পৃথক সময়সূচি তৈরি করতে হয়৷ এ তিন ধাপের মোট সমসসূচি হল সবিরাম উৎপাদন প্রক্রিয়ার অনুসূচি (Scheduling of intermittent manufacturer)৷ অবিরাম কর্মসূচির উৎপাদন পদ্ধতিতে এক কিংবা একাধিক সংখ্যক দ্রব্য উৎপাদন হতে পারে৷

এখানে একাধিক সংখ্যক দ্রব্য উৎপাদন বলতে মাস প্রডাকশন বুঝায়৷ এখানে ইনপুট হতে আউটপুট পর্যন্ত পর্যায়ক্রমিক ধাপের একটি বিস্তারিত উৎপাদন অনুসূচি তৈরি করতে হয়৷ সাধারণত অবিরাম উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার হয়৷ ফলে অপারেশনের ও মেশিন লোডিং সবিরাম হতে সম্পূর্ণ পৃথক হয়ে থাকে৷ 

অবিরাম উৎপাদন পদ্ধতিতে একটি প্রধান অনুসূচি (Master Schedule) তৈরি করা হয়৷ গ্যান্ট চার্ট ও মেশিন লোডিং চার্ট অবিরাম উৎপাদনের সম্পূর্ণ অনুসূচি নিরূপণে সহায়ক৷ এভাবে প্রত্যেকটি অপারেশন যন্ত্রপাতির স্বয়ংক্রিয়তা মাল পরিবহনের স্বয়ংক্রিয়তাবোধ লোডিং ইত্যাদি বিবেচনা করে অবিরাম উৎপাদন প্রক্রিয়ার অনুসারী (Scheduling for continuous manufacture) তৈরি করা হয়৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন