রপ্তানি ব্যবসায় কি?

রপ্তানি ব্যবসায় (Export Trade) কি?

সাধারণ অর্থে স্বদেশ হতে বিদেশে পণ্য প্রেরণের নামই রপ্তানি৷ ব্যাপক অর্থে কোন দেশ যখন তার দেশে উৎপাদিত বা উদ্বৃত্ত পণ্য অন্য কোন দেশে বিক্রয় করে তখন তাকে রপ্তানি ব্যবসায় বলে৷ এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ দিক৷ সাধারণত প্রতিটি দেশেই কোন না কোন পণ্য বেশি উৎপাদন করে এবং ভোগের পর ঐ পণ্যের উদ্বৃত্ত অংশটুকু অন্য কোন দেশের কাছে বিক্রিয় করে বৈদেশিক মুদ্রা অর্জন করে৷ 

রপ্তানি ব্যবসায়
রপ্তানি ব্যবসায়

সুতরাং নিজ দেশের পণ্য অন্য কোন দেশের কাছে বিক্রয় করাকে রপ্তানি বাণিজ্য বলা হয়৷ বাংলাদেশ বিদেশে পাট চা ও চামড়া বিক্রয় করে৷ এর অর্থ হল বাংলাদেশ পাট চা ও চামড়ার রপ্তানি বাণিজ্যে নিয়োজিত রয়েছে৷

সুতরাং রপ্তানি হল এক দেশের উদ্বৃত্ত পণ্য ও সেবাসামগ্রী অন্য দেশে বিক্রয় করা৷ এর ফলে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে৷ বর্তমান বিশ্বে রপ্তানি বাণিজ্যের ভারসাম্য যে দেশের অনুকূলে সে দেশকে স্বচ্ছল দেশ হিসেবে গণ্য করা যায়৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন