কারখানা গৃহের ধরণ কি?

 কারখানা গৃহের ধরণ কি?

কারখানা স্থান নির্বাচন কারখানা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ কারখানার অবস্থানের উপর শুধুমাত্র কারখানা পরিকল্পনার সাফল্য নির্ভর করে তা নয় বরং উত্তম স্থান নির্বাচনের সাথে সাথে কারখানা গৃহের উপরেও এর সাফল্য অনেকাংশে নির্ভর করে৷ কারখানার জন্য স্থান নির্বাচনের পর কারখানা গৃহ বা কারখানার দালান নির্মাণের প্রয়োজন হয়৷ কারখানা গৃহ নির্মাণ কারখানা পরিকল্পনার দ্বিতীয় পর্যায়৷

উৎপাদন ও উৎপাদিত দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে কারখানা গৃহ নির্মাণ করা আবশ্যক৷ প্রকৃতিপক্ষে কারখানার বিল্ডিং কী ধরনের হবে তা অনেকটা নির্ভর করে কারখানা গৃহ নির্মাণ করা আবশ্যক৷ প্রকৃতপক্ষে কারখানার বিল্ডিং কী ধরনের হবে তা অনেকটা নির্ভর করে কারখানায় কী ধরনের উৎপাদন হবে তার উপর৷ উৎপাদিত দ্রব্যের প্রকৃতি অনুযায়ী কারখানা গৃহে আলো বাতাস উঞ্চতা আর্দ্রতা শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদির তারতম্যের প্রয়োজন৷ 

কারখানা গৃহের ধরণ
কারখানা গৃহের ধরণ

আর এ সমস্ত উপকরণ কারখানায় কর্মরত শ্রমিক কর্মীদের স্বাস্থ্য মনোবল ও কর্মক্ষমতার উপর বিশেষ প্রভাববিস্তার করে থাকে৷ এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানে কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে তার উপরও কারখানা গৃহের ধরন নির্ভর করে৷ ভারী যন্ত্রপাতির জন্য কারখানা গৃহ মজবুত হওয়া প্রয়োজন তেমনি হালকা যন্ত্রপাতির জন্য তেমন মজবুত না হলেও চলে৷ 

এ সমস্ত উৎপাদনের উপর ভিত্তি করে কারখানা গৃহ নির্মাণ করা হয়৷ সেজন্য কারখানা গৃহ সাধারণত দু ধরনের হয়ে থাকে যথাঃ একতলাবিশিষ্টি কারখানা গৃহ এবং দুই তলাবিশিষ্ট কারখানা গৃহ৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close