বেসিক বেতন কি | বেসিক মজুরি ক্যালকুলেশন পদ্ধতি

বেসিক বেতন (Basic Salary) কি?

মুল বেতন বা বেসিক বেতন হল মোট বেতন থেকে চিকিৎসা ভাতা, যাতায়ত ভাতা ও খাদ্য ভাতা বাদ দিয়ে যা থাকে তাকে ১.৫ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই মুল বেতন বা বেসিক বেতন (Basic Salary)।

বেসিক মজুরি ক্যালকুলেশন পদ্ধতি?

মনে করি ১ জন শ্রমিকের মোট বেতন হচ্ছে = ৮,০০০ টাকা। এছাড়া চিকিৎসা ভাতা = ৬০০ টাকা, যাতায়াত ভাতা = ৩৫০ টাকা, খাদ্য ভাতা = ৯০০ টাকা।

বেসিক মজুরি ক্যালকুলেশন পদ্ধতি
বেসিক মজুরি ক্যালকুলেশন পদ্ধতি

বেসিক বেতনের সুত্র হলঃ  {মোট বেতন - (চিকিৎসা ভাতা (৬০০) + যাতায়াত ভাতা (৩৫০) + খাদ্য ভাতা (৯০০)} ÷১.৫}

সমাধান হলঃ

এখন মোট বেতন থেকে ভাতা বাদ দিয়ে পাইঃ
= {৮০০০-(৬০০+৩৫০+৯০০) ÷১.৫}   
= (৮০০০-১৮৫০)÷১.৫
= ৬১৫০÷১.৫
= ৪১০০ টাকা।

আর এই ৪১০০ টাকা হচ্ছে মূল বেতন অর্থাৎ বেসিক বেতন। 

Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন