ভ্যাট ডাই এর গুণাবলি?

ভ্যাট ডাই
ভ্যাট ডাই

ভ্যাট ডাই এর গুণাবলি নিচে আলোচনা করা হলঃ
  • ভ্যাট ডাই পানিতে অদ্রবণীয় এবং ইহা সরাসরি টেক্সটাইল দ্রব্যে প্রয়োগ করা যায় না৷
  • ইহা বিজারিত অবস্থায় দ্রবণীয় হয়৷ সাধারণত সোডিয়াম হাইড্রোসালফাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা বিজারিত করা হয়৷
  • এ ডাই দ্বারা মূলত সেলুলোজিক ফাইবার ডাই করা হয়৷ প্রোটিন ফাইবার ডাই এর জন্য pH নিয়ন্ত্রণ করতে হয়৷
  • এ ডাই এর ওয়েট ফাস্টনেস ও লাইট ফাস্টনেস খুব ভাল৷
  • এর দ্বারা বিভিন্ন রং এর শেড (Shade) পাওয়া যায়৷
  • রং এর বিকাশ সাধনের জন্য অক্সিডেশন প্রয়োজন৷
  • এই ডাই এর দাম অপেক্ষাকৃত বেশি৷
  • এ ডাই অত্যন্ত উজ্জ্বল ও পাকা৷
  • এ ডাই তৈরি করা অত্যন্ত জটিল৷
  • এ ডাই এর রাবিং ফাস্টনেস (Rubbing fastness) ভাল নয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন