নট্রামস কি

নট্রামস এর পূর্ণরুপ কি?

নট্রামস এর পূর্ণরুপ হল National Training and Research Academy for Multilingual Shorthand বা (NTRAMS)।
নট্রামস
নট্রামস

নট্রামস (Notrams) কি?

নট্রামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান৷ বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়াই এ প্রতিষ্ঠানের প্রধান কাজ৷ এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেও বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে৷

নট্রামস এর প্রধান কাজ কি?

নট্রামস ব্যবসায় ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ ও গবেষণার জন্য ১৯৮২ সালে প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ইহা বগুড়া জেলার ফুলতলিতে অবস্থিত। নট্রামস শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত রয়েছে। ১৯৯২ সালে সরকার নট্রামসকে কার্যকরভাবে পরিচালনার জন্য ‘নট্রামস কোড’ তৈরি করে।

নট্রামস সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটার ট্রেনিংসহ মানবসম্পদ উন্নয়ন ও অফিস ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেয়। আর এ একাডেমির প্রধান কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা-ইন-কমার্স এবং সার্টিফিকেট (ব্যবসায় ব্যবস্থাপনা)। 

এছাড়াও প্রাথমিকভাবে এ একাডেমিটি প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুল মান্নান সরকার কর্তৃক ইংরেজি, বাংলা এবং আরবি ভাষার জন্য বহুভাষী শাটলিপিকা প্রবর্তনের জন্য প্রতিষ্ঠা করা হয়। 

আর এটি এখন ব্যাপকভাবে সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে। বহুভাষী লিপিকা প্রসারের জন্য আঞ্চলিক ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন প্রদানের ও এর উন্নতিকল্পে কার্যকর গবেষণা পরিচালনা করার ক্ষমতা এ একাডেমির উপর অর্পিত আছে।

আর এ একাডেমিটি একজন পরিচালক কর্তৃক পরিচালিত হয়। যিনি সরকারের যুগ্ম-সচিবের সমান পদমর্যাদাসম্পন্ন একজন নির্বাহী। বিভিন্ন বিষয়ে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গ দ্বারা নট্রামস-এর অনুষদ গঠিত। 

শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব কর্তৃক পরিচালিত ১৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ একাডেমির কার্যক্রমে সর্বপ্রকার নীতিনির্দেশনা প্রদান করে থাকে। আর এ একাডেমি ৩০০ কম্পিউটারের একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। 

বর্তমানে এ কম্পিউটারগুলো প্রশিক্ষণ, গবেষণা ও প্রশাসনিক কাজে ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। তবে ১৯৮৯ সালের জুলাই থেকে একাডেমি প্রায় ১৬০০ অংশগ্রহণকারীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে। নট্রামস বই, গাইড, গবেষণা প্রতিবেদন, কেস স্টাডিজ এবং প্রশিক্ষণ উপকরণ ইত্যাদির প্রকাশনার কাজ করে থাকে। এটি এ পর্যন্ত ৪০টি বই প্রকাশ করেছে। 

আর এ একাডেমি প্রশাসক, প্রশিক্ষক, নীতিনির্ধারক, গবেষক ও ব্যবস্থাপকদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি আলোচনা ও মতবিনিময়ের উদ্দেশ্যে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সেমিনার এবং ওয়ার্কশপের ব্যবস্থাও করে থাকে। এখন এখানে বছরে প্রায় ২৫টি কোর্সে প্রায় ১৬০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। 

পরিশেষে বলা যায় আলোচ্য প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে৷ তাদের এ কার্যক্রমের ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন