বেতার তরঙ্গ কাকে বলে | রেডিও তরঙ্গ কত প্রকার

৩ কিলোহার্জ (KHz) থেকে ৩০০ গিগাহার্জের (GHz) মধ্যে সীমিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম) কে বলা হয় রেডিও ওয়েভ।

যদিও কার্যত রেডিও ওয়েভের ব্যবহার ১০ কিলোহার্জ থেকে ১ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখা যায়। এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মিমি থেকে ১০০ কি.মি পর্যন্ত বিস্তৃত হতে পারে।

রেডিও ওয়েভ হল এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া, যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে। 
বেতার তরঙ্গ
বেতার তরঙ্গ

অন্যান্য সব তড়িৎ চৌম্বকীয় বিকিরণের মত বেতার তরঙ্গও আলোর গতিতে ভ্রমণ করে। প্রাকৃতিক উপায়ে বেতার তরঙ্গ সৃষ্টি হয় সাধারণত বজ্রপাত বা মহাজাগতিক বস্তু থেকে।

কৃত্রিমভাবে তৈরিকৃত বেতার তরঙ্গ মোবাইল টেলিযোগাযোগ, বেতার যোগাযোগ, সম্প্রচার, রাডার ও অন্যান্য দিকনির্দেশনা ব্যবস্থা, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কসহ অসংখ্য কাজে ব্যবহৃত হয়। 

রেডিও ওয়েভ কমিউনিকেশনকে ওয়াইড রেঞ্জ কমিউনিকেশনও বলা হয়। রেডিও ওয়েভ সিগন্যাল অনেক দূরের বা কাছাকাছি রেঞ্জে হতে পারে এবং পাহাড় বা বিল্ডিংকে ভেদ করতে পারে। 

এর ব্যান্ডউইথ ৬৪ Kbps. এটি ICT এর একটি শক্তিশালী মাধ্যম। রেডিও ওয়েভের জন্য ট্রান্সমিটার, রিসিভার, এন্টেনা এবং উপযুক্ত টার্মিনাল যন্ত্রপাতি থাকতে হয়। 

রেডিও ওয়েভ যেভাবে পৃথিবীর উপরিভাগে (ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত) শূন্যস্থানের মধ্যে পরিভ্রমণ করে এবং যেভাবে তার পরিবাহক মাধ্যমের সাথে মিথস্ক্রিয়া করে থাকে তাকে রেডিও ওয়েভ প্রোপাগেশন বলে। 

এটি বাস্তব রেডিও কমিউনিকেশন সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন পরিবেশে রেডিও ওয়েভ বিকিরিত হবার সময় প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন, ডিফ্র্যাকশন ইত্যাদি অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয়। 

ভিন্ন কম্পাস্কের বেতার তরঙ্গের বৈশিষ্ট্য ভিন্ন রকম হয় এবং এর উপর ভিত্তি করে এএম, এফএম প্রভৃতি বিভিন্ন রেডিও ব্যান্ড সম্প্রচারিত হয়।

রেডিও ওয়েভ এর বৈশিষ্ট্য?

  • রেডিও ওয়েভের ব্যান্ডউইথ 24 kbps হয়।
  • রেডিও ওয়েভের জন্য ট্রান্সমিটার, রিসিভার, এন্টেনা ও উপযুক্ত টার্মিনাল, যন্ত্রপাতি ইত্যাদি। থাকতে হয়।

রেডিও ওয়েভের ব্যবহার?

  • মোবাইল ফোনের যোগাযোগের জন্য সংযোগ মাধ্যম বাস্তবায়নে।
  • বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি যেমনঃ ব্যবহৃত MRI, Radio therapy, Skin tightening ইত্যাদিতে ব্যবহার হয়।
  • সামরিক ও বেসামরিক বিমান চলাচলের রাডার সিগনাল এবং অন্যান্য নেভিগেশন সিস্টেমে এটি ব্যবহার করা হয়। 
  • তারবিহীন ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত টাওয়ারগুলোর মধ্যে রেডিও লিংক হিসেবে ব্যবহৃত হয়।

রেডিও ওয়েভ ব্যবহারের সুবিধা?

  • রেডিও তরঙ্গ বিল্ডিং, পাহাড়-পর্বত, যানবাহনসহ যেকোন বাঁধা অতিক্রম করতে সক্ষম তাই এক্ষেত্রে লাইন অব সাইট কোন সমস্যা হয়ে দাঁড়ায় না।
  • রেডিও তরঙ্গ সহজেই বায়ুমন্ডল দ্বারা শোষিত হয় না বিধায় এই মাধ্যমে ইন্টারফেয়ারেন্স তুলনামূলক কম হয়।
  • রেডিও তরঙ্গ বায়ুমন্ডলের আয়োনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিধায় এর দ্বারা পৃথিবীর যেকোন প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায়।

রেডিও ওয়েভ ব্যবহারেরর অসুবিধা?

  • রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হওয়ায় এটি একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না।
  • রেডিও তরঙ্গের অতিমাত্রায় বিকিরণ মানুষের শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close