বন্ড কি?
বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আরেকটি হাতিয়ার হচ্ছে বন্ড। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে, সেটিকে বন্ড বলে।বন্ড |
দেশের অধিকাংশ কোম্পানির ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঋণ মূলধন সংস্থান করে। ফলে বিনিয়োগের হাতিয়ার হিসেবে বন্ড এখনও আমাদের দেশে খুব বেশি পরিচিত পায়নি।
বন্ডের বৈশিষ্ট্য?
বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বন্ডের কিছু আলাদা স্বকীয়তা বা বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে সেগুলো আলোচনা করা হলঃ- জামানত
- রূপান্তরযোগ্যতা
- ঋণদাতা
- পরিপক্বতার তারিখ
জামানত
বন্ডের বিপরীতে কোম্পানি সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্রাদি জামানত হিসেবে রাখে। যার ফলে কোম্পানি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করতে না পারলে এসব সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীরা তাদের অর্থ আদায় করতে পারে।রূপান্তরযোগ্যতা
কোম্পানি অনেক সময় বিনিয়োগকারীদের কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করে থাকে। এক্ষেত্রে বন্ড মালিকরা ইচ্ছে করলে ঋণপত্রে উল্লিখিত শর্ত অনুসারে তাদের ধারণকৃত বন্ডকে নির্দিষ্টসংখ্যক সাধারণ শেয়ারে রুপান্তর করতে পারে।ঋণদাতা
বন্ড মালিক কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য করা হয়। যার ফলে তাদের কোন ভোটাধিকার থাকে না।পরিপক্বতার তারিখ
কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের একটি নির্দিষ্ট পরিপক্বতার তারিখ উল্লেখ থাকে। উক্ত পরিপক্কতার তারিখে বিনিয়োগকারী বন্ডে উল্লিখিত লিখিত মূল্য ফেরত পায়।বন্ড কত প্রকার ও কি কি?
বন্ড বিভিন্ন প্রকারের হয়ঃ
- ট্রেজারি বন্ড (Treasury bonds)
- সরকারি বন্ড (Government bonds)
- কর্পোরেট বন্ড (Corporate bonds)
- মিউনিসিপাল বন্ড (Municipal bonds)
- স্টেপ-আপ বন্ড (Step-up bond)
- স্টেপ-ডাউন বন্ড (Step down bond)
- ভাসমান হার বন্ড (Floating rate bonds)
- কনভার্টিবল বন্ড (Convertible bonds)
- জিরো কুপন বন্ড (Zero coupon bond)
বন্ড কিভাবে কিনবেন?
সরকার কিংবা কর্পোরেশন কর্তৃক অর্থ সংগ্রহ করতে চাইলে বন্ড জারি করা হয়। বন্ড ক্রয় করে আপনি ইস্যুকারীকে ঋন দিচ্ছেন এবং তারা আপনাকে নির্দিষ্ট তারিখে ঋনের মূল মূল্য ফেরত দিতে ও সুদ প্রদান করতে সম্মত হন।
বন্ডের সুবিধা?
- সুদের হার
- মুনাফা এবং সম্পদের উপর অধিকার
- ঝুঁকি কম
সুদের হার
সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে। যার ফলে তাদের আয়ের অনিশ্চয়তা কম থাকে। তবে কোন কোন সময় সুদের হার পরিবর্তনশীলও হতে পারে।মুনাফা এবং সম্পদের উপর অধিকার
কোম্পানী কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের সুদ প্রদান করা হয়। অন্যদিকে কোম্পানি বিলুপ্ত বা অবসায়নকালে সম্পদ বিক্রির প্রাপ্ত অর্থ থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের পাওনা টাকা পরিশোধ করে অন্যদের দাবি পূরণ করা হয়।অর্থাৎ বন্ড মালিকদের দাবি সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি থেকে অগণ্য হিসেবে বিবেচিত হয়।
ঝুঁকি কম
বন্ডের বিপরীতে স্থায়ী কিংবা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখা হয় বলে বন্ড বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়বন্ডের অসুবিধা?
- নিয়ন্ত্রণ
- কম আয় হার