বাস টপোলজি কাকে বলে | বাস টপোলজির সুবিধা ও অসুবিধা

বাস টপোলজি (Bus topology) কি?

যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়৷ বাস টপোলজি প্রধান ক্যাবলটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
বাস টপোলজি
বাস টপোলজি

সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে বাকিরা একে অগ্রাহ্য করে৷ এ টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ সাশ্রয়ী ও বিশ্বস্ত৷ 

এ সংগঠনে কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না৷ বাস টপোলজিতে একই নেটওয়ার্কে ভিন্ন ক্যাবল ব্যবহৃত হতে পারে৷

বাস টপোলজি এর সুবিধা (Advantages of bus Topology) কি কি?

  • এ টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ এবং এটি বিশ্বস্ত হয়৷
  • এ টপোলজিতে সবচেয়ে কম ক্যাবল প্রয়োজন হয় যার ফলে এতে খরচও সাশ্রয় হয়ে থাকে৷
  • প্রয়োজনে সহজে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায়৷
  • আর এ সংগঠনে কোন ধরনের কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না৷
  • এ সংগঠনে কোন কম্পিউটার কিংবা যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না।

বাস টপোলজি এর অসুবিধা (Disadvantages of Bus topology) কি কি?

  • নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে যেটা ট্রন্সমিশনে বিঘ্নিত হয়৷
  • এর ডেটা ট্রান্সমিশনের গতি কম৷
  • নেটওয়ার্কে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলক বেশ জটিল হয়৷
  • মূল ক্যাবলের একটিমাত্র স্থানে সুষ্ট ক্রটি পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close