অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ ও হাই লেভেল ল্যাংগুয়েজের মধ্যে পার্থক্য?
অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ
- বিশেষ Nemonic code ব্যবহার করে লেখা ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলে৷
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বা Source প্রোগ্রাম বলে৷
- এ ভাষার লিখিত প্রোগ্রাম কম্পিউটারকে বুঝানোর জন্য অ্যাসেম্বলার নামক অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়৷
- এ ভাষার জন্য ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামকে অসেম্বলার বলা হয়৷
- এ ভাষার জন্য কম মেমোরির প্রয়োজন হয়৷
- এটি মেশিন নির্ভর ভাষা৷
অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ ও হাই লেভেল ল্যাংগুয়েজ |
হাই লেভেল ল্যাংগুয়েজ
- মানুষের ভাষার কাছাকাছি ইংরেজি শব্দ দিয়ে তৈরি ভাষা হচ্ছে হাই লেভেল ল্যাংগুয়েজ বা উচ্চস্করের ভাষা৷
- উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে Source বা উৎস প্রোগ্রাম বলে৷
- উচ্চতর ভাষা মেশিন নির্ভর নয়৷
- এ ভাষার জন্য ব্যবহৃত অনুবাদ প্রোগ্রামকে কম্পাইলার/ ইন্টারপ্রেটার বলা হয়৷
- উচ্চতর ভাষায় জন্য বেশি মেমোরির প্রয়োজন হয়৷
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারকে বুঝানোর জন্য মেশিনের ভাষায় অনুবাদ করে দিতে হয়৷