জিওকাস্ট হচ্ছে একটি বিশেষ ধরনের মাল্টিকাস্ট মোড। যা বর্তমানে মোবাইল এডহক নেটওয়ার্কের জন্য কিছু রাউটিং প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে।
আর এই ডেটা ডেলিভারি মোডটিতে একটি প্রেরক থেকে প্রেরিত ডেটা কোন সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনের প্রাপক গ্রুপের সকলেই গ্রহণ করতে পারে।
জিওকাস্ট |
এক্ষেত্রে প্রাপক গ্রুপটি নির্ধারিত হয় তাদের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে এবং এটি নির্ধারণের জন্য এক্ষেত্রে বিশেষ ধরনের জিও রাউটার ব্যবহার করা হয়।
বর্তমান সময়ে স্মার্টফোন নির্ভর ইন্টারনেটের মাধ্যমে অনলাইন এডভার্টাইজিং সম্প্রসারিত বাজারের ডেটার চাহিদা মেটাতে এই বিশেষ ধরনের মোডটির আবির্ভাব ঘটেছে।
অনেক সময় কোন নির্দিষ্ট ওয়েব সার্ভিস কেবলমাত্র সুনির্দিষ্ট কিছু জিওগ্রাফিক্যাল লোকেশনে তাদের সার্ভিস পরিচালনা করে থাকে। এসব ক্ষেত্রে জিওকাস্ট ট্রান্সমিশন মোডটি কার্যকর একটি পদ্ধতি।
জিওগ্রাফিক ম্যাসেজিং, জিওগ্রাফিক এডভার্টাইজিং ভৌগোলিকভাবে সীমাবদ্ধ সেবা ভিক্তিক ডেটা ট্রান্সমিশন প্রভৃতি জিওকাস্টের উল্লেখযোগ্য উদাহরণ।